Friday, December 12, 2025
spot_img
Homeঅটোমোবাইলসইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি

ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি

বাংলাদেশে ইলেকট্রিক ভেহিকল রেভ্যুলুশনকে আরও গতিশীল করতে ও স্থানীয় মেকানিকদের দক্ষতা বাড়াতে বিওয়াইডি চালু করেছে ‘বিল্ড ইওর ড্রিমস: এনইভি মেকানিক ট্রেনিং’ প্রোগ্রাম। দক্ষ জনশক্তি গড়ে তোলার পাশাপাশি, দেশের ক্রমবর্ধমান ইভি বাজারে সাসটেইনেবল মোবিলিটিকে ত্বরান্বিত করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বাংলাদেশে ধীরে ধীরে ইভি খাত অগ্রসর হচ্ছে। দেশের বাজারে এ খাতে প্রবৃদ্ধির উজ্জ্বল সম্ভাবনা দেখা যাচ্ছে। গ্লোবাল ট্রেন্ডের সাথে তালমিলিয়ে সবুজ ও পরিচ্ছন্ন পরিবহন ব্যবস্থার দিকে দেশ এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে অনেক স্বনামধন্য আন্তর্জাতিক ব্র্যান্ড বাংলাদেশে তাদের ইভি ব্যবসা শুরু করেছে বা শিগগিরই প্রবেশের প্রস্তুতি নিচ্ছে, যা এই বাজারকে আরও সম্ভাবনাময় করে তুলেছে। এই অগ্রগতি সত্ত্বেও, কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: মেকানিকদের মধ্যে ইভি যান সম্পর্কে সীমিত দক্ষতা, টেকনিশিয়ানের অভাব ও সার্ভিসিংয়ের অনিশ্চয়তা। এতে করে ইলেকট্রিক ভেহিকল ব্যবহারে ক্রেতাদের আগ্রহ হ্রাস পায়।

এ সকল চ্যালেঞ্জ মোকাবিলা করার লক্ষ্যে, বিওয়াইডি বাংলাদেশ ‘বিল্ড ইওর ড্রিমস: এনইভি মেকানিক ট্রেনিং’ প্রোগ্রাম চালু করেছে। কর্মসূচির প্রথম সেশনটি গত ০৫ ডিসেম্বর বিওয়াইডি সার্ভিস সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বিভাগের বিভিন্ন ওয়ার্কশপ ও প্রতিষ্ঠান থেকে ২৫ জন উৎসাহী মেকানিক অংশগ্রহণ করেন। এই বিস্তৃত প্রশিক্ষণ কর্মসূচিটি পরবর্তীতে আরও চারটি ধাপে চলমান থাকবে, যেখানে প্রতিটি সেশনে ২৫ জন করে প্রশিক্ষণার্থী অংশ নেবেন। ইভি টেকনোলজি সম্পর্কে জ্ঞান আহরণে আগ্রহী ও উদ্যমী প্রার্থীদের নির্বাচন করার জন্য স্থানীয় মেকানিক অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই কর্মসূচিটি চালু করা হয়। প্রশিক্ষণজুড়ে বিশেষজ্ঞ নির্দেশনা নিশ্চিত করতে, সেশনগুলো পরিচালনা করছেন বিওয়াইডি বাংলাদেশের হেড অব আফটার সেলস সার্ভিস মোজাম্মেল হক। এ প্রজেক্টটি আগামী বছর জুড়ে সারাদেশে সম্প্রসারিত হবে।

এ বিষয়ে বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, “বাংলাদেশের ইভি বাজারে বিশাল সম্ভাবনা রয়েছে। তবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে শক্তিশালী স্থানীয় টেকনিক্যাল দক্ষতা ও ক্রেতাদের আস্থা গড়ে তোলা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যুগান্তকারী প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে মেকানিকদের দক্ষতা বৃদ্ধি করে বিদ্যমান চ্যালেঞ্জকে বাস্তব সুযোগে রূপান্তর করে পরিচ্ছন্ন, সবুজ ভবিষ্যৎ গড়ে তোলতে প্রতিশ্রুতিবদ্ধ বিওয়াইডি। এটি কেবল প্রথম ধাপ; ধারাবাহিকভাবে সারা বছর জুড়ে দেশব্যাপী এই কর্মসূচির পরিধি বৃদ্ধি করা হবে। আমাদের লক্ষ্য হলো ইভি খাতে সুদক্ষ মেকানিক কমিউনিটি গঠন করা। এমন দৃঢ়তা নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া প্রথম ব্র্যান্ড হিসেবে আমরা অত্যন্ত গর্বিত।”

এই অঙ্গীকারকে আরও জোরদার করে বিওয়াইডি বাংলাদেশের হেড অব আফটার সেলস সার্ভিস মোজাম্মেল হক বলেন, “আমাদের লক্ষ্য হলো স্থানীয় টেকনিশিয়ানদের এমন দক্ষতা ও জ্ঞান প্রদান করা, যেন তারা আত্মবিশ্বাস ও দক্ষতার সাথে ইভি সার্ভিস প্রদান করতে পারে। এই উদ্যোগটি কেবল প্রশিক্ষণ নয়, এটি একটি টেকসই ইকোসিস্টেম তৈরি করার প্রচেষ্টা, যা বাংলাদেশের ইলেকট্রিক মোবিলিটির যাত্রাকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে।”

এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো ইভি-প্রশিক্ষিত দক্ষ মেকানিকদের একটি বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি বিওয়াইডির উদ্ভাবনী প্রযুক্তির ওপর আস্থা বৃদ্ধি করা। এতে স্থানীয় ওয়ার্কশপ ও সার্ভিস সেন্টারগুলো আত্মবিশ্বাসের সাথে দেশজুড়ে সার্ভিস দিতে পারবে। আগামীতে বিওয়াইডি এই প্রোগ্রামটিকে সারাদেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে, যা দেশের সাসটেইনেবল মোবিলিটি ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাংলাদেশের প্রথম ব্র্যান্ড হিসেবে বিওয়াইডি এমন দৃঢ় উদ্যোগ গ্রহণ করেছে, যা স্থানীয় ইভি সার্ভিস ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলার পথ প্রশস্ত করবে।

spot_img
আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বাাধিক পঠিত

spot_img