Friday, July 11, 2025
spot_img
Homeটেক ফ্যাশনবর্ষায় ফটোগ্রাফি ক্যাম্পেইনে মেতেছে ভিভো

বর্ষায় ফটোগ্রাফি ক্যাম্পেইনে মেতেছে ভিভো

বর্ষা মানেই প্রকৃতির নতুন রূপে সেজে ওঠা, বাতাসে স্নিগ্ধতার ছোঁয়া আর প্রতিটি ফোটায় লুকিয়ে থাকা এক অনন্য সৌন্দর্য। ঠিক এই মুহূর্তগুলোকে ধারণ করতেই ভিভো বাংলাদেশ আয়োজন করেছে বিশেষ ফটোগ্রাফি ক্যাম্পেইন – ‘ভিভো ফটোগ্রাফি ক্রনিকল‘ #monsoonwithvivo। ১০ জুলাই থেকে শুরু হয়ে ২৫ জুলাই পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন, যেখানে অংশগ্রহণকারীরা শেয়ার করতে পারবেন তাদের প্রিয় বর্ষামুখর স্মৃতিগুলো, আর জিতে নিতে পারবেন আকর্ষণীয় পুরস্কার।

এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হলো বর্ষার রঙিন মুহূর্তগুলো ক্যামেরায় ধারণ করে নিজের চোখে দেখা সেই সৌন্দর্য সবাইকে তুলে ধরার সুযোগ তৈরি করা। বর্ষার বৃষ্টিতে ভেজা রাস্তা, মেঘলা আকাশ, পাতায় ঝরতে থাকা ফোঁটা ফোঁটা পানি, কিংবা কাদামাটিতে খেলতে থাকা শিশুর হাসি—এসব প্রাণবন্ত গ্রামবাংলার নানা দৃশ্য হতে পারে ছবি তোলার বিষয়।

অথবা শহরের রাস্তায় ছাতা হাতে ছুটে চলা মানুষ, রাস্তায় ছড়িয়ে থাকা দোকানের ছাউনির নিচে জমে থাকা ভিড়, ফ্লুরোসেন্ট বাতির আলো – এসবও ক্যামেরায় বন্দি করার মতো মুহূর্ত।

ক্যাম্পেইনে অংশ নিতে হলে ব্যবহারকারীকে তাদের মুঠোফোনে তোলা সেরা বর্ষা-থিমের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে নির্ধারিত পোস্টের কমেন্টে শেয়ার করতে হবে। ছবি পোস্ট করার সময় অবশ্যই ব্যবহার করতে হবে হ্যাশট্যাগ #vivoPhotographyChronicle এবং #monsoonwithvivo।

ভিভো বিশ্বাস করে, প্রযুক্তি শুধুই একটি যন্ত্র নয় – এটি একটি অনুভব, যা মানুষকে তাদের নিজস্ব গল্প বলতে সাহায্য করে। প্রতিনিয়ত ক্যামেরা প্রযুক্তিতে নতুনত্ব এনে ব্যবহারকারীদের সৃজনশীলতা প্রকাশে অনুপ্রেরণা দিতে ভিভো পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে আসছে।

বর্ষার এই বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে ভিভো চায় সেই সৃজনশীলতাকে সামনে নিয়ে আসতে, যেখানে প্রকৃতি, আবেগ ও সৃষ্টিশীলতা মিলেমিশে একাকার হয়ে যায়। সেই ধারাবাহিকতায় আবারো মোবাইল ফটোগ্রাফির মাধ্যমে ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরাকে গুরুত্ব দিচ্ছে ভিভো।

তাই, এবারের বর্ষাকে আরও রঙিন ও স্মরণীয় করে তুলুন নিজের প্রিয় বর্ষার মুহূর্তগুলো সবার সঙ্গে ভাগ করে নিয়ে। ভিভোর ফ্রেমে ধরা পাড়া প্রিয় বর্ষার মুহূর্তগুলো তুলে ধরুন ভিভোর প্ল্যাটফর্মে, যেখানে সবাই আপনার চোখে বর্ষার গল্প উপভোগ করতে পারবে।

spot_img
আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বাাধিক পঠিত

spot_img