Friday, August 1, 2025
spot_img
Homeগ্যাজেটসনতুন পন্যনতুন স্মার্টফোন ‘কোয়ালিটি কিং’ এক্স৬সি উন্মোচন করল অনার বাংলাদেশ

নতুন স্মার্টফোন ‘কোয়ালিটি কিং’ এক্স৬সি উন্মোচন করল অনার বাংলাদেশ

বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ গতকাল (১৫ জুলাই) এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে দেশের বাজারে বহুল প্রতীক্ষিত অনার এক্স৬সি স্মার্টফোন উন্মোচন করেছে। অনুষ্ঠানটি অনার বাংলাদেশের প্রধান কার্যালয় স্মার্ট টাওয়ারে অনুষ্ঠিত হয়। ডিভাইসটিতে রয়েছে সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), যা এন্ট্রি লেভেল স্মার্টফোনের জগতে বড় ধরনের পরিবর্তন আনবে বলে প্রত্যাশা করা হচ্ছে।       

অনারের এক্স সিরিজের নতুন এ স্মার্টফোনটিতে রয়েছে বিশেষ এআই বাটন। এই বাটনের মাধ্যমে ব্যবহারকারীরা  শর্ট প্রেস করে কুইক মেন্যুতে প্রবেশ করতে পারবেন, আবার লং প্রেস করে  গুগল লেন্স চালু করে বিভিন্ন বস্তু শনাক্তকরণ, অনুবাদ করা ও দ্রুত সার্চের মত সুবিধা উপভোগ করতে পাবেন। ডিভাইসটি ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনকে আরও সহজ করবে এবং কাজে গতিশীলতা বাড়াবে।  

ডিভাইসটির আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার হল এআই ইরেজার। এই টুলটি বুদ্ধিমত্তার সাথে ছবি থেকে অনাকাঙ্ক্ষিত বস্তু বা চলমান পথচারীদের কয়েকটি ট্যাপেই মুছে ফেলতে পারে। ফলে, গ্যালারিতে রাখা স্মৃতিগুলো হয়ে উঠবে একেবারে নিখুঁত। অনার এক্স৬সি এর সাথে থাকা এআই ট্রান্সলেশন খুব সাবলীলভাবে বিভিন্ন ভাষাগত ব্যবধান ঘুচাতে সক্ষম, যা ভ্রমণপিপাসু ও পেশাজীবীদের জন্য একটি প্রয়োজনীয় টুল। 

নতুন এ ফোনটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার লাং গুও, ডেপুটি কান্ট্রি ম্যানেজার মো. মুজাহিদুল ইসলাম এবং হেড অব বিজনেস মো. আবদুল্লাহ আল মামুন। 

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে লাং গুও বলেন, “আমরা বিশ্বাস করি, বুদ্ধিমান ফিচার দিয়ে ব্যবহারকারীদের বাস্তব জীবনের চাহিদা পূরণ করা সম্ভব; আর এর মধ্যেই প্রকৃতপক্ষে মোবাইল ফোনের ভবিষ্যৎ নিহিত রয়েছে। আমাদের প্রত্যাশা, অনার এক্স৬সি -এর মাধ্যমে আমাদের সাশ্রয়ী  স্মার্টফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ব্যবহারকারীরা আশাতীত ফলাফল পাবেন।”

অনার বাংলাদেশের হেড অব বিজনেস মো. আবদুল্লাহ আল মামুন বলেন, “বাংলাদেশের বাজারে অনার এক্স৬সি  নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এটি অনারের সবচেয়ে স্মার্টফোনগুলোর মধ্যে একটি। স্মার্ট এআই ফিচার, টেকসই ডিজাইন এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির সমন্বয়, এই ফোনটিকে অনন্য করে তুলেছে।”

অনার এক্স৬সি ফোনে রয়েছে ৫৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি এবং ৬.৬১ ইঞ্চির পাঞ্চ হোল ডিসপ্লে, যেটির রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর ফলে, ব্যবহারকারী উপভোগ করবেন স্মুদ অ্যানিমেশন ও রেসপনসিভ টাচের সুবিধা, যা ব্যবহারে চোখ এবং আঙ্গুল দুটিই থাকবে স্বস্তিতে।         

এছাড়া্‌ দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিতে ফোনটিতে রয়েছে ৫৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারব্যাটারি, যা কানেক্টেড রাখবে  চার্জের অপেক্ষা ছাড়াই। আর এতে ব্যবহৃত হয়েছে সর্বাধুনিক ফিচার সমৃদ্ধ অ্যান্ড্রয়েড ১৫ এর ম্যাজিকওএস সফটওয়্যার।

স্মার্টফোনটির অন্যান্য উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে আইপি৬৪ রেটিং, এটি স্মার্টফোনটিকে পানির ছিটা ও ধুলাবালি থেকে সুরক্ষা দিবে এবং এর ক্রাশ রেজিটেন্স ১.৫ মিটার উচ্চতা থেকে পড়লেও ফোনকে রাখবে একদম অক্ষত। শুধু এটুকুই নয়, এর আল্ট্রা পাওয়ার সেভিং মোড মাত্র ২ শতাংশ ব্যাটারিতে ৬০ মিনিট টকটাইম বা ১৩.৯ ঘণ্টা পর্যন্ত স্ট্যান্ডবাই সুবিধা দিবে। 

অনার এক্স৬সি বাজারে এসেছে তিনটি দৃষ্টিনন্দন রঙে; মুনলাইট হোয়াইট, ওশান সায়ান ও মিডনাইট ব্ল্যাক। আর অসাধারণ ফিচারের এই ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে সাধ্যের মধ্যেই। মাত্র ১৪,৯৯৯ টাকায় কেনা যাবে অনার এক্স৬সি মোবাইল ফোনটি। সাথে পাওয়া যাবে অনার থেকে একটি আকর্ষণীয় উপহার।

spot_img
আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বাাধিক পঠিত

spot_img