Tuesday, May 21, 2024
spot_img
Homeনতুন পন্যদেশের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তার ল্যাপটপ

দেশের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তার ল্যাপটপ

তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইট বাংলাদেশের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত পাঁচটি ল্যাপটপ আনল। দেশে গিগাবাইটের একমাত্র পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশীয় বাজারে ল্যাপটপগুলো বাজারজাত করবে।

ল্যাপটপগুলো গেমার ও ডিজাইনারদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। গেমার এবং ডিজাইনারদের জন্য এই এআই পরিচালিত অরাস গেমিং ১৬ এক্স একেজি এবং অরাস গেমিং ১৬এক্স এএসজি ল্যাপটপ দুইটিতে রয়েছে যথাক্রমে ইন্টেল ১৪ জেনারেশন কোর আই৭ প্রসেসর এবং জিওফোর্স আরটিএক্স ৪০৬০ ৮ জিবি জিডিডিআর৬ গ্রাফিক্স কার্ড। এছাড়াও আছে গিগাবাইট জিওফোর্স আরটিএক্স ৪০৭০ জিডিডিআর৬ গ্রাফিক্স কার্ড । গিগাবাইট জি৫ এমএফ৫ এবং জি৫ কেএফ৫ নামে আরো দুইটি ১৩ জেনারেশন কোর আই৭ প্রসেসরের ল্যাপটপ বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে। ডিজাইনারদের জন্য বিশেষভাবে গিগাবাইট এনেছে অ্যারো ১৪ ও লিড মডেলের ল্যাপটপ, যা দেখতে খুবই আকর্ষণীয় ও উন্নতমানের । গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় এসব ল্যাপটপ উন্মোচন করা হয়।

spot_img
আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বাাধিক পঠিত

spot_img