Wednesday, January 15, 2025
spot_img
Homeপ্রযুক্তি খবরচমকে দিতে প্রস্তুত অনার বাংলাদেশ

চমকে দিতে প্রস্তুত অনার বাংলাদেশ

মোবাইল হ্যান্ডসেটের এন্ট্রি-লেভেল ক্যাটাগরিতেও ব্যবহারকারীদের চমকে দিতে প্রস্তুত অনার বাংলাদেশ। সম্প্রতি এক্স সিরিজের হ্যান্ডসেট নিয়ে আসছে ব্র্যান্ডটি। অনারের স্মার্টফোনগুলোতে ব্যবহারকারীদের প্রত্যাশা অনুযায়ী প্রিমিয়াম সেগমেন্টের স্মার্টফোনের সাথে টেক্কা দিতে পারে এমন ব্যাটারি লাইফ ও স্টোরেজ সুবিধা থাকছে! 

গত অক্টোবরে উন্মোচনের পরপরই এক্স৫বি প্লাস ও এক্স৫বি, অনারের এই ডিভাইস দুটি বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। স্মার্টফোনগুলোতে সুপার ডিউরেবল ব্যাটারি ব্যাবহার করা হয়েছে, যার ফলে এক হাজারবার চার্জ করার পরও এটি ৮৫ শতাংশ ব্যাটারি লাইফ বজায় রাখবে। একইসাথে, এই ডিভাইসগুলোতে রয়েছে অনবদ্য ডিসপ্লে, নিখুঁত ও ঝকঝকে ছবি, সুবিশাল ডিস্ক স্পেস এবং বিস্তৃত পরিসরে এআই-নির্ভর সেবা।

spot_img
আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বাাধিক পঠিত

spot_img