Thursday, November 13, 2025
spot_img
Homeপ্রযুক্তি সংগঠনঅ্যাসোসিও অ্যাওয়ার্ড ২০২৫ পেল বাংলাদেশি দুই প্রতিষ্ঠান

অ্যাসোসিও অ্যাওয়ার্ড ২০২৫ পেল বাংলাদেশি দুই প্রতিষ্ঠান

এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক সংগঠনগুলোর সংস্থা এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশনের (অ্যাসোসিও) আয়োজিত ‘অ্যাসোসিও ডিজিটাল সামিট ২০২৫’-এ বাংলাদেশের দুই প্রযুক্তি প্রতিষ্ঠান দুটি ক্যাটেগরিতে সম্মাননা অর্জন করেছে।

অ্যাসোসিও টেলেন্ট ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড ক্যাটেগরিতে রাইজআপ ল্যাবস এবং অ্যাসোসিও আউটস্ট্যান্ডিং ডিজিটাল ট্রান্সফরমেশন অর্গানাইজেশন অ্যাওয়ার্ড ক্যাটেগরিতে প্রাইডসিস আইটি লিমিটেড এই সম্মাননা অর্জন করেছে।

তিন দিনের ‘অ্যাসোসিও ডিজিটাল সামিট ২০২৫’ তাইওয়ানের রাজধানী তাইপেতে সোমবার (১০ নভেম্বর) শুরু হয়েছে। শহরের শেরাটন গ্র্যান্ড তাইপে হোটেলে এ শীর্ষ সম্মেলন চলবে আগামী ১২ নভেম্বর পর্যন্ত।

সম্মেলনের দ্বিতীয় দিন মঙ্গলবার (১১ নভেম্বর, ২০২৫) ‘অ্যাওয়ার্ড নাইট’ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন অ্যাসোসিওর চেয়ারম্যান ড. ব্রায়ান সিন এবং অ্যাসোসিওর আজীবন সম্মানিত চেয়ারম্যান ও অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান আব্দুল্লাহ এইচ কাফি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এবারের সামিটের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘এআই শেপিং দ্য ডিজিটাল এশিয়া (কৃত্রিম বুদ্ধিমত্তায় ডিজিটাল এশিয়ার রূপদান)’। তাইওয়ানের ডিজিটাল অ্যাফেয়ার্স মন্ত্রণালয় (মোডা), তাইওয়ান ইনোভেটিভ সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস অ্যাসোসিয়েশন (টিসসা) এবং সিসা ইনফরমেশন সার্ভিস ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব আরওসি যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে।

বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) একমাত্র দেশের প্রতিনিধি হিসেবে এই অঞ্চলে তথ্যপ্রযুক্তি খাতের নেতৃত্ব দিয়ে আসছে। বিসিএস প্রতিবছর তথ্যপ্রযুক্তিতে বিশেষ অবদান রাখা প্রকল্পগুলোকে অ্যাসোসিওর মনোনয়ন দিয়ে থাকে।

অ্যাসোসিওর আজীবন সম্মানিত চেয়ারম্যান ও অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান আব্দুল্লাহ এইচ কাফি বলেন, “এশিয়া-ওশেনিয়া অঞ্চলের ডিজিটাল অর্থনীতিতে আমাদের কাজের আন্তর্জাতিক স্বীকৃতি পেয়ে আমরা গর্বিত। এটি দীর্ঘদিনের পরিশ্রম ও উদ্ভাবনের ফল। এই সম্মান আমাদের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। দক্ষ প্রযুক্তিবিদদের শ্রম ও নৈতিক কাজই সাফল্যের মূল ভিত্তি। প্রযুক্তি তখনই অর্থবহ হয়, যখন তা মানুষের জীবনমান উন্নত করে। এই স্বীকৃতি আমাদের দায়িত্ব বাড়িয়েছে দ্রুত এবং টেকসই ডিজিটাল উন্নয়ন নিশ্চিত করতে।”

এশিয়া-ওশেনিয়ান তথ্যপ্রযুক্তি খাতের মর্যাদাশীল অ্যাসোসিও কর্তৃক আয়োজিত এই সম্মাননা অনুষ্ঠান ১১টি বিভাগে অনুষ্ঠিত হয়। এবার অ্যাসোসিওর সদস্যভুক্ত ২৪টি দেশের তথ্যপ্রযুক্তি খাতের প্রতিনিধিরা এতে অংশ নিয়ে নিজ নিজ দেশের প্রযুক্তিগত উৎকর্ষতার স্বীকৃতি অর্জন করেন। প্রতি বছর এই পুরস্কারটি এশিয়ান-ওশেনিয়ান অঞ্চলের আইসিটি খাতের সেরা প্রতিষ্ঠানকে সম্মানিত করে, যা একটি অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত।

উল্লেখ্য, এই সম্মেলনে বিসিএস এর ৪ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। 

spot_img
আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বাাধিক পঠিত

spot_img