Tuesday, November 5, 2024
spot_img
Homeগ্যাজেটসনতুন পন্যসাশ্রয়ী বাজেটে গেমিং ফোন ইনফিনিক্স হট ৫০

সাশ্রয়ী বাজেটে গেমিং ফোন ইনফিনিক্স হট ৫০

তরুণের প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স তাদের নতুন স্মার্টফোন ইনফিনিক্স হট ৫০ বাজারে এনেছে। উন্নত ফিচার-সমৃদ্ধ হট ৫০ সিরিজের এই গেমিং ফোনটি সাশ্রয়ী মূল্যে ভারসাম্যপূর্ণ পারফরম্যান্স নিশ্চিত করতে ডিজাইন করা হয়েছে। বাজেট সেগমেন্ট তরুণ স্মার্টফোন ব্যবহারকারীদের এটি একটি অন্যতম চাহিদা।

স্মার্টফোনটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্জ এবং রেজুলেশন ১০৮০x২৪৬০ পিক্সেল। এই ফিচার উন্নত ভিজ্যুয়াল ও স্পষ্ট দেখার অভিজ্ঞতা দেবে। যা প্রতিদিনের কাজ, সোশ্যাল মিডিয়া ব্যবহার এবং গেমিংসহ সব কাজের জন্য আদর্শ।

ইনফিনিক্স হট ৫০-তে ৬ ন্যানোমিটার প্রযুক্তির মিডিয়াটেক হেলিও জি১০০ চিপসেট রয়েছে। এটি স্মার্টফোনটির কার্যকারিতা এবং পারফরম্যান্সকে আরও শক্তিশালী করেছে। এই চিপের আর্কিটেকচার ২টি ২.২ জিএইচজেড কর্টেক্স-এ৭৬ এবং ৬টি ২.০ জিএইচজেড কর্টেএক্স-এ৫৫ কোরের সমন্বয়ে গঠিত। এই কোরগুলো ব্রাউজিং, স্ট্রিমিং, এবং গেমিংয়ের সময় ব্যবহারকারীদের মসৃণ অভিজ্ঞতা দেয়।

ইনফিনিক্স হট ৫০-এ রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ, এবং গ্রাফিক্সের জন্য ব্যবহার করা হয়েছে মালি-জি৫৭ এমসি২ জিপিইউ। এই ফিচারগুলো একসঙ্গে সকল অ্যাপ্লিকেশনে দ্রুত লোড টাইম এবং কার্যকর মাল্টিটাস্কিং নিশ্চিত করে।

স্মার্টফোনটিতে পাওয়ার সেভিং, ব্যালান্সড এবং পারফরম্যান্স মোড নিয়ন্ত্রণের জন্য ইনফিনিক্সের এক্সবুস্ট প্রযুক্তি রয়েছে, যা ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী মোড পরিবর্তনের সুবিধা দেয়। পাশাপাশি, হট ৫০-এর ডারউইন ইঞ্জিন অ্যাপ ফ্লোটিং উইন্ডো, মেমরি ক্লিনিং এবং কল রিজেকশনসহ বিভিন্ন ফিচারকে শক্তি যোগায়, যা জরুরি কাজ ও গেমিংয়ের সময় মাল্টিটাস্কিং স্মুথ করে।

ফটোগ্রাফি প্রেমীদের জন্য ইনফিনিক্স হট ৫০-তে একটি ডুয়াল-ক্যামেরা সিস্টেম রয়েছে, যার প্রধান সেন্সর ৫০ মেগাপিক্সেল; যা দিয়ে স্পষ্ট এবং ঝকঝকে ছবি তোলা যায়। ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেলফি এবং ভিডিও কলের জন্য নিখুঁত ছবি নিশ্চিত করে।

ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ এবং এক্সওএস ১৪.৫ দ্বারা চালিত। পাশাপাশি এতে কাস্টমাইজেশনের সুযোগও রয়েছে, যা ব্যবহারকারীদের নিজেদের মত করে ডিভাইসটি সাজানোর সুবিধা দেয়।

ইনফিনিক্স হট ৫০-তে রয়েছে ৫০০০ মিলি অ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি, যাতে রয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং। একবার চার্জ করলে ফোনটি সারাদিনের ব্যবহারেও ব্যাটারি ব্যাকআপ নিশ্চিত করে। এটি স্লিক ব্ল্যাক, সেজ গ্রিন এবং টাইটানিয়াম গ্রে—এই তিনটি আকর্ষণীয় রঙে বাজারে পাওয়া যাচ্ছে।

স্মার্টফোনটির মূল্য মাত্র ১৬,৯৯৯ টাকা, যা বাংলাদেশের আধুনিক স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য একটি সাশ্রয়ী ও শক্তিশালী ডিভাইস।

spot_img
আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বাাধিক পঠিত

spot_img