Thursday, January 2, 2025
spot_img
Homeই-গভর্নেন্সই কমার্সসমঝোতায় বাক্কো ও চালডাল লিমিটেড

সমঝোতায় বাক্কো ও চালডাল লিমিটেড

গতকাল শনিবার (২৪ সেপ্টেম্বর, ২০২৩) নিজস্ব কার্যালয়ে চালডাল লিমিটেডের সঙ্গে সমঝোতা চুক্তিতে আবদ্ধ হয়েছে দেশের বিপিও/আউটসোর্সিং শিল্পের একক ও কেন্দ্রীয় বাণিজ্যিক সংস্থা ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)’।

বাক্কো কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন অর্থ সম্পাদক মোঃ আমিনুল হক এবং চালডাল লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এবং প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) জিয়া আশরাফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ।

সমঝোতা চুক্তি অনুযায়ী, উন্নত সেবা প্রদানের পাশাপাশি বাক্কো সদস্য প্রতিষ্ঠানের কর্মীদের জন্য আকর্ষণীয় ছাড়ে পণ্য ক্রয়ের সুযোগ দিচ্ছে চালডাল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাক্কো পরিচালক কাওসার আহমেদ এবং বাক্কো মেম্বার সার্ভিসেস অ্যান্ড ডেভেলপমেন্ট উপকমিটির চেয়ারম্যান ফয়সাল আহমেদ।

উল্লেখ্য, ‘চালডাল লিমিটেড’ প্রতিষ্ঠানটি ২০২২ সালে বাক্কোর সদস্যপদ লাভ করে।

spot_img
আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বাাধিক পঠিত

spot_img