Tuesday, December 12, 2023
spot_img
Homeগ্যাজেটসনতুন পন্যমোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে উন্মেচিত হবে রিয়েলমি’র ফ্লাগশিপ ফোন জিটি৩

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে উন্মেচিত হবে রিয়েলমি’র ফ্লাগশিপ ফোন জিটি৩

তরুণ প্রুজন্মের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি বিশ্বব্যাপী জিটি সিরিজের নতুন ফ্ল্যাগশিপ ফোন নিয়ে আসছে। আগামী ২৮ ফেব্রুয়ারী বাংলাদেশী সময় রাত ৮টায় স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে অফলাইন লঞ্চ ইভেন্টের মাধ্যমে নতুন এই ফ্লাগশিপ ফোনটি উন্মোচন করা হবে।

লঞ্চিং ইভেন্ট এই খাতের সবচেয়ে বড় আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস চলাকালীন অনুষ্ঠিত হবে। এই ফোনে আছে বিশ্বের দ্রুততম চার্জিং সুবিধা (২৪০ ওয়াট), যা রিয়েলমি’র জন্য আরেকটি মাইলফলক এবং ব্যবহারকারীদের অভিজ্ঞতায় যোগ করবে নতুন মাত্রা। রিয়েলমি ভক্তদের জন্য ইভেন্টটি ইউটিউবে লাইভ স্ট্রিম করা হবে। এই অনুষ্ঠানের অংশ হতে ক্লিক করুন – https://youtube.com/live/zAHrL8M4ttY।

রিয়েলমি বিশ্বাস করে যে, নিজের সীমাবদ্ধতার গণ্ডি পেরিয়ে নতুন সম্ভাবনা দ্বার খোলার চেষ্টা করাটা সবার জন্য গুরুত্বপূর্ণ। এমন একটি প্রয়াসের সাক্ষী হতে দেখুন রিয়েলমি’র অফলাইন লঞ্চ ইভেন্ট।

spot_img
আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বাাধিক পঠিত

spot_img