Monday, October 14, 2024
spot_img
Homeটেক ফ্যাশনবিঞ্জ-এ মুক্তি পাচ্ছে রায়হান রাফীর ‘মায়া'

বিঞ্জ-এ মুক্তি পাচ্ছে রায়হান রাফীর ‘মায়া’

ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ মুক্তি পাচ্ছে জনপ্রিয় নির্মাতা রায়হান রাফীর থ্রিলার ওয়েব ফিল্ম ‘মায়া‘। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে লিলি নিবেদিত রায়হান রাফীর রচনা ও পরিচালনায় নির্মিত বিঞ্জ অরিজিনাল ওয়েব ফিল্মটি উপভোগ করতে পারবেন দর্শকরা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে বিঞ্জ অরজিনাল ওয়েব ফিল্মটির টিজার। পারিবারিক টানাপোড়েন এবং এ সময়ের নারীদের সংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘মায়া‘। স্বামীর অবর্তমানে নারীদের যে ধরনের চাপের মুখে পড়তে হয়, তাই ফুটে উঠেছে টিজারে। টিজারের প্রথম দৃশ্যে দেখা যায়, মায়া থানায় এসে পুলিশকে বলে, “স্যার, আমার হাজব্যান্ড নিখোঁজ“।’এরপর কয়েক ঝলকে একের পর এক রহস্যে ঘেরা ও শ্বাসরুদ্ধকর দৃশ্যগুলোয় মিলেছে জুতসই থ্রিলারের আবহ। সব মিলিয়ে টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের আগ্রহের তুঙ্গে রয়েছে রাফীর ওয়েব ফিল্মটি।

এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সারিকা। এছাড়া ‘মায়া‘র মাধ্যমেই ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক করছেন অভিনেতা মামনুন ইমন। রায়হান রাফীর নির্মাণে ইমন-সারিকা জুটির এটিই প্রথম কাজ।

নির্মাতা রায়হান রাফী বলেন, “মায়া ওয়েব ফিল্মটিতে সমাজের একেবারেই রূঢ় বাস্তবতাকে তুলে ধরা হয়েছে। ফলে দর্শকরা সহজেই এর কাহিনীর সঙ্গে নিজেদের জীবনের মিল খুঁজে পাবেন। টিজার দেখে এর কাহিনী নিয়ে অনেকেই কৌতুহল প্রকাশ করেছেন। আমার বিশ্বাস, ওয়েবফিল্মটি দর্শকরা উপভোগ করবেন।

ওয়েব ফিল্মটির টিজার দেখতে ক্লিক করুন- https://www.youtube.com/watch?v=TOJNEdkAHiY

বিঞ্জ-এর টিভি অ্যাপ, মোবাইল অ্যাপ ও ওয়েবে এই থ্রিলার ওয়েবফিল্মটি উপভোগ করতে পারবেন দর্শকরা।

spot_img
আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বাাধিক পঠিত

spot_img