Thursday, April 25, 2024
spot_img
Homeই-গভর্নেন্সই-শিক্ষাবাংলাদেশি তিতাস সরকার অর্জন করলেন মাইক্রোটিকের সব সার্টিফিকেট

বাংলাদেশি তিতাস সরকার অর্জন করলেন মাইক্রোটিকের সব সার্টিফিকেট

সম্প্রতি ইন্ডিয়াতে মাইক্রোটিক সুইচিং পরীক্ষা অনুষ্ঠিত হয় । তিতাস সরকার এই পরীক্ষাতে সরারসি অংশগ্রহন করেন এবং পরীক্ষাতে সফল ভাবে উত্তীর্ণ হন। এর আগেও তিনি আরও নয়টি মাইক্রোটিক রাউটার এর ভেন্ডর সার্টিফিকেট অর্জন করেন। এই নিয়ে মাইক্রোটিক এর সর্বমোট দশটি সনদ অর্জন করেন। মাইক্রোটিক এর সর্বমোট দশটি পরীক্ষাই রয়েছে । সবগুলো পরীক্ষাতেই তিনি সফলতার সাথে উর্ত্তীন হয়েছেন । 

এর আগে তিনি থাইল্যান্ডে মাইক্রোটিক এর ট্রেইন দ্যা ট্রেইনার পরীক্ষায় অংশগ্রহন করে মাইক্রোটিক এর সার্টিফাইড ট্রেইনার সার্টিফিকেট অর্জন করেন ।

তিনি একমাত্র বাংলাদেশি যে মাইক্রোটিক এর  সবগুলো ভেন্ডর পরীক্ষা যেকোন দেশে গিয়ে নিতে পারবেন। তিনি ইতিমধ্যে ইন্ডিয়া ও নেপালে পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তাব পেয়েছেন ।

আগ্রহীরা মাইক্রোটিক এর ওয়েবসাইটে ট্রেনিং সেকশনে গিয়ে কোন দেশে কি কি ট্রেনিং হচ্ছে তা দেখে নিতে পারেন।

তিতাস সরকার টিসফট আইটি নামক একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। এই প্রতিষ্ঠানটি ই-লার্নিং এবং ট্রেনিং নিয়ে কাজ করছে ২০১৩ সাল থেকে। আইটিতে ক্যারিয়ার গড়তে সহায়ক বিভিন্ন কোর্সের টিউটোরিয়াল তৈরি করে থাকেন । কোর্সগুলো ফ্রিতে ওয়েবসাইটে দেওয়া রয়েছে । আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন।

এছাড়া তিনি ‘মাইক্রোটিক রাউটার নেটওয়ার্কিং ও সিকিউরিটি’ নামে একটি বইও লিখেছেন, বইটি রকমারিতে পাওয়া যাচ্ছে ।

spot_img
আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বাাধিক পঠিত

spot_img