Wednesday, January 15, 2025
spot_img
Homeগ্যাজেটসনতুন পন্যনতুন বছরে নতুন অফার

নতুন বছরে নতুন অফার

নতুন বছরকে বরণ করে নিতে ‘অপো’ নিয়ে এলো এক অনন্য অফার! অপো’র জনপ্রিয় এ৫৭ সিরিজের স্মার্টফোনটি গ্রাহকরা পেয়ে যাচ্ছেন আরও দুই হাজার টাকা কম দামে। অপো’র গ্রাহকদের জীবনকে আনন্দময় করতে এবং ২০২৪ এর শুরুটা আরও অসাধারণ করে তুলতে এমন ঘোষণা দিতে পেরে উচ্ছ্বসিত স্মার্টফোন প্রতিষ্ঠানটি।

নতুন বছরের প্রথম দিন থেকেই স্মার্টফোনপ্রেমীরা ১৬,৯৯০ টাকার নতুন ও আকর্ষণীয় দামে পাচ্ছেন অপো এ৫৭। বাজেটের চিন্তা ছাড়াই যারা একটি শক্তিশালী ফিচার-সমৃদ্ধ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য এ যাত্রা আরও সহজ করতেই অপো’র এ আয়োজন।

অপো এ৫৭- এ রয়েছে শক্তিশালী চার্জিং সক্ষমতা, অনন্য সাউন্ড, স্মুদ পারফরম্যান্স ও অসাধারণ ডিজাইন। যারা পারফরম্যান্স আর স্টাইলকে গুরুত্ব দেন, তাদের পছন্দের শীর্ষে থাকতে পারে এ স্মার্টফোনটি। বেশি সংখ্যক স্মার্টফোন ইউজার যাতে অপো এ৫৭ এর উদ্ভাবন ও কোয়ালিটি সম্পর্কে অভিজ্ঞতা নিতে পারে, দাম কমিয়ে আনার মাধ্যমে সেটা নিশ্চিত করাই অপো’র লক্ষ্য।

ভীষণ ব্যস্ত দিন পার করছেন? সমস্যা নেই। সুপার-ফাস্ট গতিতে আপনার ফোনটিকে চার্জ করে দিবে অপো’র ৩৩ ওয়াট সুপারভুক। মাত্র ১৫ মিনিটের চার্জেই পাচ্ছেন ৪ ঘণ্টার জন্য অসাধারণ ভিডিও দেখার এক্সপেরিয়েন্স! আর পরিপূর্ণভাবে চার্জ দিতে সময় লাগবে মাত্র ৭৩ মিনিট। তাই দিনভর ফোনে কথা বলুন বা শুনতে থাকুন আপনার পছন্দের গান।

spot_img
আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বাাধিক পঠিত

spot_img