Tuesday, September 17, 2024
spot_img
Homeইভেন্টঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি পন্যের প্রদর্শনী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি পন্যের প্রদর্শনী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্তরে শুরু হয়েছে ২ দিন ব্যাপী স্মার্ট আইসিটি ফেস্ট ২০২৩। ২২ জানুয়ারি তারিখ সকাল ১০টায় কার্নিভাল শুরু হয়। উক্ত কার্নিভালে এক্সট্রিম, এডিফায়ার, কোরসেয়ার, ঝিয়ুন এবং মিব্রো ব্রান্ডের বিভিন্ন প্রযুক্তি পন্য প্রদর্শন করছে স্মার্ট।

কার্নিভাল চলাকালীন ঢাকা ইউনিভার্সিটি সহ আগত সকল ভার্সিটির ছাত্র ছাত্রীদের জন্য থাকছে অগ্রিম বুকিংয়ে বিশেষ মূল্যছাড় এবং কুইজে অংশ নিয়ে আকর্ষনীয় উপহার জেতার সুযোগ। সকলের জন্য উন্মুক্ত এই কার্নিভালে যে কেউ পন্যগুলোর লাইভ টাচ এন্ড ফিল অভিজ্ঞতা নিতে পারবেন।

তাছাড়াও, একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলে অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু স্মার্ট ইয়ুথ স্পোর্টস টুর্নামেন্ট ২০২৩। উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে অংশগ্রহণ করছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

spot_img
আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বাাধিক পঠিত

spot_img