Wednesday, September 11, 2024
spot_img
Homeবিশেষ প্রতিবেদনইন্টারনেট বন্ধের কারণ তদন্তে কমিটি গঠন

ইন্টারনেট বন্ধের কারণ তদন্তে কমিটি গঠন

ইন্টারনেট সংযোগ বন্ধের কারন জানতে গঠিত হয়েছে সাত সাত সদস্যের অনুসন্ধানী কমিটি। গতকাল রোববার (১১ আগস্ট, ২০২৪)  ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব (টেলিকম) এ কে এম আমিরুল ইসলামকে আহবায়ক করে সাত সদস্যের এই কমিটি গঠন করা হয়। উপদেষ্টা নাহিদ ইসলাম বিভাগে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে কমিটির মাধ্যমে অনুসন্ধান এবং তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান।

সাংবাদিকদের উদ্দেশ্যে উপদেষ্টা নাহিদ ইসলাম আরও বলেন, ইন্টারনেট ব্যবহার এখন ডিজিটাল রাইটস। এটা মানবাধিকারের বিষয়। ইন্টারনেট বন্ধ বা সেটাকে সীমিত পর্যায়ে নিয়ে আসা, এই মানবাধিকার বিষয়টা মাথায় রেখে কাজ করতে হবে। যাতে কারও মানবাধিকার লঙ্ঘিত না হয়, তথ্যের অবাধ প্রবাহ থাকে, সাংবাদিকসহ সবাই সত্যটি জানতে পারে।

আইসিটি সেক্টরে তরুণদের কাজের একটা বড় সুযোগ রয়েছে। এখানে যারা অভিজ্ঞ তাদের সঙ্গে একত্রিত হয়ে কাজ করতে হবে বলেও জানান উপদেষ্টা নাহিদ ইসলাম।

spot_img
আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বাাধিক পঠিত

spot_img