Tuesday, September 17, 2024
spot_img
Homeপ্রযুক্তি খবরইনস্টাগ্রাম প্রোফাইলে গান যোগ করা যাবে

ইনস্টাগ্রাম প্রোফাইলে গান যোগ করা যাবে

ইনস্টাগ্রাম প্রোফাইলে গান

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য সুখবর আসছে। ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা চাইলে বিভিন্ন তথ্যের পাশাপাশি নিজেদের প্রোফাইলে পছন্দের গানও যুক্ত করতে পারবেন। অন্য কোনো ব্যবহারকারী প্রোফাইলে প্রবেশ করলেই গান শুনতে পারবেন। ফলে ব্যবহারকারীর রুচি সম্পর্কে আগাম ধারণা পাওয়া যাবে। এরই মধ্যে এ সুবিধার কার্যকারিতা পরীক্ষা করেছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ।

সহজে ছবি ও ভিডিও বিনিময়ের পাশাপাশি সেগুলো ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়ায় ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয় ইনস্টাগ্রাম। কিশোর-কিশোরীদের কাছে জনপ্রিয়তা পেলেও কিছুতেই টিকটকের সঙ্গে পেরে উঠছে না ছবি ও ভিডিও বিনিময়ের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমটি। আর তাই নতুন প্রযুক্তি যুক্ত করার পাশাপাশি বিভিন্ন সেবা নিয়মিত হালনাগাদ করছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ।

নতুন এ সুবিধা কেবলমাত্র কর্মীদের ওপর পরীক্ষা করছে ইনস্টাগ্রাম। প্রাথমিক পর্যায়ে থাকায় বেটা সংস্করণ ব্যবহারকারীরাও এ সুবিধা পরখ করতে পারছেন না। ফলে এ সুবিধার ব্যবহার পদ্ধতি বা কার্যকারিতা সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

spot_img
আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বাাধিক পঠিত

spot_img