Tuesday, November 5, 2024
spot_img
Homeক্যারিয়ারআইইউটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হল ক্যারিয়ার এক্সপো ২০২৩

আইইউটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হল ক্যারিয়ার এক্সপো ২০২৩

আইইউটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং আইইউটি ক্যারিয়ার অ্যান্ড বিজনেস সোসাইটির যৌথ উদ্যোগে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হল ক্যারিয়ার এক্সপো ২০২৩। শুক্রবার অনুষ্ঠিত ক্যারিয়ার এক্সপোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থী, অনুষদ সদস্য এবং সহস্রাধিক মানুষের অংশগ্রহণ করে। অনুষ্ঠানে আইইউটির উপাচার্য ড. রফিকুল ইসলাম বলেন, এ বছরের ক্যারিয়ার এক্সপোতে অংশগ্রহণকারীদের উৎসাহ এবং শীর্ষস্থানীয় নিয়োগ প্রতিষ্ঠানের অংশগ্রহণ দেখে আমি অভিভূত। আমাদের ছাত্র-ছাত্রী এবং প্রাক্তন ছাত্র-ছাত্রীরা যাতে তাদের কর্মজীবনে সফল হয় তা নিশ্চিত করার জন্য আমরা মানসম্মত শিক্ষা কারিকুলাম নিশ্চিত করি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইইউটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শামসুদ্দোহা রাসেল তিনি তার উদ্বোধনী বক্তৃতায় বলেন, আইইউটির প্রাক্তন ছাত্র হিসাবে আমরা ক্যারিয়ার বিকাশ এবং নেটওয়ার্কিংয়ের গুরুত্ব বুঝতে পারি। ক্যারিয়ার এক্সপো ২০২৩ হচ্ছে ছাত্র এবং তরুণ গ্র্যাজুয়েটদের জন্য বিভিন্ন ইন্ডাস্ট্রি সম্পর্কে জানার জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম। অনুষ্ঠানের প্যানেল আলোচনায় অংশগ্রহণকারী দেশের শীর্ষ প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন ট্রাইটেকের পরিচালক আবু আল মোতালিব রাজু, রবি আজিয়াটা লিমিটেডের মোহাম্মদ রুবাইয়াত আকরাম, স্যামসাংয়ের নেটওয়ার্ক বিজের প্রধান সিফুদ্দিন আনসারী রাজু, বিএটি বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং প্রধান হাসনাইন ইশতিয়াক, শপআপের বাহিনী প্রধান জিয়াউল হক ভূঁইয়া এবং বন্ডস্টেইনের ব্যবস্থাপনা পরিচালক ও সিঙ্গুলারিটি লিমিটেডের সিইও মীর শাহরুখ ইসলাম। অনুষ্ঠানে বাংলাদেশের ২০টি শীর্ষ প্রতিষ্ঠান নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। 

spot_img
আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বাাধিক পঠিত

spot_img