Thursday, September 19, 2024
spot_img
Homeইভেন্টবিসিএস এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

বিসিএস এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ কম্পিউটার সমিতির(বিসিএস) সংঘবিধি সংশোধনের নিমিত্তে বিসিএস এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৯ অক্টোবর শনিবার বিকেলে বিসিএস ইনোভেশন সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।

বিসিএস সভাপতি ইঞ্জি. সুব্রত সরকারের সভাপতিত্বে সভায় সহ সভাপতি মো. রাশেদ আলী ভূইয়া, মহাসচিব কামরুজ্জামান ভূইয়া, কোষাধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম হেলালী, পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, মুহাম্মদ মনিরুল ইসলাম এবং মোশারফ হোসেন সুমনসহ সংগঠনের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

কোষাধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম হেলালীর কোরআন তেলোয়াতে বিশেষ সাধারণ সভা শুরু হয়। বিসিএস মহাসচিব কামরুজ্জামান ভূইয়া সংঘবিধি সংশোধনের জন্য প্রস্তাব উত্থাপন করেন। বিসিএস সভাপতি ইঞ্জি সুব্রত সরকার আগতদের স্বাগত জানিয়ে সংগঠনের প্রয়োজনে সংঘবিধি সংশোধনের কারণ উল্লেখ করে বক্তব্য প্রদান করেন। বিসিএস এর সদস্যবৃন্দ এই সংশোধনের উপর ব্যক্তিগত মতামত প্রদান করেন।

 সভায় উপস্থিত সদস্যদের প্রায় ৯৫ শতাংশ হাত তুলে প্রস্তাবনার পক্ষে তাদের সমর্থন প্রদান করেন। এ পর্যায়ে মহাসচিব কামরুজ্জামান ভূইয়া সংঘবিধি সংশোধনের প্রস্তাব পাশ হয়েছে বলে ঘোষণা দেন।

spot_img
আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বাাধিক পঠিত

spot_img