Home গ্যাজেটস নতুন পন্য দেশের বাজারে টেকনোর নতুন ফোন

দেশের বাজারে টেকনোর নতুন ফোন

টেকনোর স্পার্ক ৪০ সিরিজ বাংলাদেশের স্মার্টফোন বাজারে নতুন মাত্রা যোগ করেছে । যার লক্ষ্য এন্ট্রি-টু-মিড-রেঞ্জ স্মার্টফোন ইউজারদের দুর্দান্ত অভিজ্ঞতা দেয়া। স্পার্ক ৪০ সিরিজের মোট চারটি মডেলের ফোন লঞ্চ হয়েছে — স্পার্ক ৪০ প্রো+, স্পার্ক ৪০ প্রো, স্পার্ক ৪০ এবং স্পার্ক ৪০সি। চারটি ফোনের ফিচার আলাদা হলেও এই সিরিজের ট্যাগলাইন ‘স্লিম এভার, স্ট্রং ফরেভার” স্লোগানের সঙ্গে মিল রেখে এই সিরিজের সব স্মার্টফোনগুলোতে রয়েছে স্লিম এবং প্রিমিয়াম ডিজাইন, ডিউরাবিলিটি ও সেগমেন্টে বেস্ট পারফরমেন্সের কম্বিনেশন।

স্পার্ক ৪০ প্রো প্লাস: বিশ্বের সবচেয়ে স্লিম  কার্ভড ডিসপ্লে ও ওয়্যারলেস চার্জিং ফোন

বর্তমানে স্পার্ক সিরিজের সবচেয়ে হাই-এন্ড মডেল স্পার্ক ৪০ প্রো প্লাস মাত্র ৬.৪৯ মিমি স্লিম পাশাপাশি রয়েছে শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি২০০ প্রসেসর যা এই ফোনেই প্রথম ব্যবহার করা হয়েছিলো, সাথে ১৬জিবি র‍্যাম (৮জিবি+৮জিবি এক্সটেন্ডেড) এবং ২৫৬জিবি স্টোরেজ যে কম্বিনেশন মাল্টিটাস্কিং, স্ক্রলিং বা গেমিং সবক্ষেত্রেই এই সেগমেন্টের সেরা অভিজ্ঞতা দিবে।


এছাড়াও এই ফোনে ৬.৭৮ ইঞ্চি ১.৫কে ৩ডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, ১৪৪ হার্জ রিফ্রেশ রেট এবং ৫২০০এমএএইচ ব্যাটারি-তার সাথে ৩০ওয়াট ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং ও ৪৫ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, সব মিলে ফ্ল্যাগশিপ মানের অভিজ্ঞতা হাতের নাগালেই। পাশাপাশি ৫০এমপি এআই মেইন ক্যামেরা ও ১৩এমপি সেলফি ক্যামেরার সাথে আছে এআই ফ্ল্যাশস্ন্যাপ, এআই ইরেজার, এআইজিসি পোর্ট্রেট সহ আরও অনেক এআই ফিচার। প্রিমিয়াম সব ফিচারের স্পার্ক ৪০ প্রো প্লাস ফোনটি দেশের বাজারে পাওয়া যাচ্ছে মাত্র ২৪,৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য)।

স্পার্ক ৪০ প্রো: ব্যালেন্স পারফর্মার

মাত্র ৬.৬৯ মিমি স্লিম স্পার্ক ৪০ প্রো এসেছে কর্নিং গরিলা গ্লাস ৭আই ও আইপি৬৪ রেটিং সহ, যা পানি ও ধুলাবালি থেকে সুরক্ষা দেয়। ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, ১৪৪ হার্জ রিফ্রেশ রেট এবং ৪৫০০ নিটস উজ্জ্বলতা এটিকে করেছে ভিজ্যুয়াল অভিজ্ঞতার জন্য দুর্দান্ত।


এছাড়াও প্রসেসর সেকশনে রয়েছে হেলিও জি১০০ চিপসেট, ১৬জিবি র‍্যাম, ১২৮জিবি স্টোরেজ, ৫০এমপি রিয়ার ক্যামেরা ও ১৩এমপি সেলফি ক্যামেরা। ডলবি অ্যাটমস স্টেরিও স্পিকার, ফ্রি লিংক নেটওয়ার্ক ফিচার এবং ৫২০০এমএএইচ ব্যাটারি (৪৫ওয়াট ফাস্ট চার্জিং সহ) এটিকে করেছে একটি ব্যালেন্সড পারফর্মার। দাম: ১৯,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।

স্পার্ক ৪০: স্টাইলিশ অল-রাউন্ডার

যারা বাজেটে ভালো পারফরম্যান্স ও ডিজাইন চান, তাদের জন্য স্পার্ক ৪০ হতে পারে সেরা পছন্দ। ৭.৬৭ মিমি স্লিম বডি, ৬.৬৭ ইঞ্চি পাঞ্চ-হোল অ্যামোলেড ডিসপ্লে (১২০ হার্জ), ৫০এমপি ক্যামেরা সেটআপ, ৫২০০এমএএইচ ব্যাটারি, ৪৫ওয়াট ফাস্ট চার্জিং,  হেলিও জি৮১ প্রসেসর সমৃদ্ধ এই ফোন পাওয়া যাচ্ছে ২টি ভ্যারিয়েন্টে ১৬জিবি র‍্যাম (৮জিবি+৮জিবি এক্সটেন্ডেড) এবং ২৫৬জিবি স্টোরেজ এবং ১২জিবি র‍্যাম (৬জিবি+৬জিবি এক্সটেন্ডেড) এবং ১২৮জিবি স্টোরেজ। লিংকবুমিং ভি১.০ প্রযুক্তি নিশ্চিত করে নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক সংযোগ। স্পার্ক ৪০ পাওয়া যাবে দুটি ভ্যারিয়েন্টে ১২৮জিবি এর দাম ১৩,৯৯৯ টাকা এবং ২৫৬জিবি এর দাম ১৬,৪৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।

স্পার্ক ৪০সি: বিগ-ব্যাটারি কম্প্যাানিয়ন

দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ চান যারা, তাদের জন্য স্পার্ক ৪০সি একটি দারুণ অপশন। ৬০০০এমএএইচ ব্যাটারি, ১৮ওয়াট ফাস্ট চার্জিং, ৬.৬৭ ইঞ্চি এইচডি+ আইপিএস ডিসপ্লে (১২০ হার্জ), হেলিও জি৮১ প্রসেসর, ৮জিবি র‍্যাম (৪জিবি+৪জিবি এক্সটেন্ডেড)  ও ১২৮জিবি স্টোরেজ সহ এটি একটি  বেস্ট বাজেট ফোন। রয়েছে আইপি৬৪ রেটিং, ডিটিএস স্টেরিও স্পিকার এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। দাম: ১২,৪৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।

আল্ট্রা-স্লিম ডিজাইন, ওয়্যারলেস চার্জিং, বড় ব্যাটারি, উন্নত ক্যামেরা আর এআই ফিচার – সব মিলিয়ে টেকনো স্পার্ক ৪০ সিরিজে রয়েছে সবার জন্য কিছু না কিছু। সাধ্যের মধ্যে প্রিমিয়াম অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে টেকনো আবারও প্রমাণ করলো-উন্নত প্রযুক্তি আর সাশ্রয়ী দামের সমন্বয় সম্ভব।

ডিভাইসগুলো বাংলাদেশের যেকোনো টেকনো ব্র্যান্ড স্টোর ও অনলাইনে পাওয়া যাবে আরও জানতে ভিজিট করুনঃ www.tecno-mobile.com/bd

Exit mobile version