দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) দেশের সর্বত্র উচ্চমানের সিএমএ পেশাগত শিক্ষা পৌঁছে দিতে একটি বৃহৎ ডিজিটাল রূপান্তর উদ্যোগের উদ্বোধন করেছে। এই উদ্যোগের লক্ষ্য হলো দেশের শহর ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী, সহজলভ্য এবং আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিত করা।
২ ডিসেম্বর ঢাকার নীলক্ষেতস্থ আইসিএমএবি ভবনে ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন অনুষ্ঠিত হয়। এই ডিজিটালাইজেশন উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা লাইভ ও রেকর্ডেড ক্লাস, উন্নত একাডেমিক রিসোর্স এবং সমানমানের শিক্ষা পাবেন, দেশের যেকোনো স্থান থেকেই। এ উদ্যোগ দক্ষ পেশাজীবী তৈরি এবং দেশের আর্থিক, শিল্প ও করপোরেট খাতে দীর্ঘমেয়াদি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী জনাব ফায়েজ আহমাদ তাইয়েব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সচিব ড. মো. খাইরুজ্জামান মজুমদার এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যান জনাব মো. আবদুর রহমান খান এফসিএমএ ।
আইসিএমএবি প্রেসিডেন্ট জনাব মাহতাব উদ্দিন আহমেদ এফসিএমএ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়া কাউন্সিল সদস্যবৃন্দ, শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আইসিএমএবি-এর সভাপতি জনাব মাহতাব উদ্দিন আহমেদ এফসিএমএ বলেন, “আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার মাধ্যমে আমরা দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সমান মানের সিএমএ শিক্ষা পৌঁছে দিতে চাই। সিএমএ ডিগ্রি একটি শক্তিশালী এবং সাশ্রয়ী বিকল্প হতে পারে প্রচলিত এমবিএ ডিগ্রির তুলনায় – যা বাস্তবমুখী, শিল্প-প্রাসঙ্গিক দক্ষতা গড়ে তোলে। আমাদের সাথে যে সকল স্পনসর সবসময় থেকেছেন এবং শিক্ষায় বিনিয়োগ করছেন, তাদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। তাদের সহযোগিতাই আমাদেরকে একটি অন্তর্ভুক্তিমূলক, ভবিষ্যৎমুখী পেশাজীবী কমিউনিটি গড়ে তুলতে সহায়তা করছে।”
উদ্যোগটিকে সফল করতে ইউনাইটেড গ্রুপ, বিএসআরএম, ইস্পাহানি গ্রুপ এবং টিকে গ্রুপসহ শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠানসমূহ সহযোগিতা করছে।
