Home গ্যাজেটস নতুন পন্য ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে রিয়েলমি নোট ৭০

ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে রিয়েলমি নোট ৭০

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমির নিয়ে আসা ডিভাইস নোট ৭০ ইতোমধ্যে ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। আর তাই, ক্রেতাদের জন্য আরও বেশি স্বাচ্ছন্দ্য নিশ্চিতে গত ০১ সেপ্টেম্বর থেকে রিয়েলমি নিয়ে এসেছে হট সেল! রিয়েলমির সকল স্টোর ও দেশব্যাপী অফিসিয়াল রিসেলার স্টোরগুলো থেকে এখন অনবদ্য এই স্মার্টফোনটি সাশ্রয়ী মূল্যে কেনার সুযোগ পাবেন ক্রেতারা।

প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের মাঝে ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে রিয়েলমি নোট ৭০। ক্রেতারা তাদের পছন্দের ভ্যারিয়েন্ট কেনার জন্য স্টোরগুলোতে ভিড় করছেন! সাশ্রয়ী মূল্য ও স্লিক ডিজাইনে অনন্য সব ফিচারের কারণে ইতোমধ্যে ফোনটি একই প্রাইস রেঞ্জে থাকা অন্যান্য ফোনের তুলনায় দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে।

রিয়েলমি নোট ৭০ এ রয়েছে ৬৩০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি, যা মাত্র ১ ঘণ্টা চার্জে ফোনটিকে ২ দিন পর্যন্ত ব্যবহারের উপযোগী রাখবে। ডিভাইসটিতে মিলিটারি-গ্রেড শক রেজিজট্যান্স ও আইপি৫৪ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিজট্যান্স ব্যবহার করা হয়েছে। কল, ফটো বা এডিটিংয়ের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে এতে এআই নয়েজ রিডাকশন কল ২.০, এআই ক্লিয়ার ফেস, এআই ইমেজ ম্যাটিং ও এআই ইরেজারের মতো ফিচার ব্যবহার করা হয়েছে।

রিয়েলমি নোট ৭০ ডিভাইসটি ২টি ভ্যারিয়েন্টে নিয়ে আসা হয়েছে। এর ৪ জিবি + ৬৪ জিবি ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা মাত্র (ভ্যাট প্রযোজ্য) এবং ৪ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা মাত্র (ভ্যাট প্রযোজ্য)।

হট সেল মিস করতে না চাইলে তাই আজই আপনার নিকটস্থ রিয়েলমি স্টোর বা অফিসিয়াল রিসেলার স্টোরে যান এবং রিয়েলমি নোট ৭০ ডিভাইসটি দেখুন।

Exit mobile version