গ্লোবাল সাইবার সিকিউরিরটি ও ডিজিটাল প্রাইভেসি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন (আসিয়ান) এবং এশিয়ার উদীয়মান দেশগুলোর (এইসি) জন্য সাইমন টুং-কে নতুন জেনারেল ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছে। এই নিয়োগ কার্যকর হয়েছে ২১ অক্টোবর থেকে। সিঙ্গাপুরে অবস্থান করে সাইমন টুং ক্যাসপারস্কির ব্যবসায়িক দিকনির্দেশনা,কৌশলগত পরিকল্পনা ও বাজার সম্প্রসারণ কার্যক্রমের নেতৃত্ব দেবেন। তিনি এসব অঞ্চলে ক্যাসপারস্কির প্রবৃদ্ধি বাড়ানো,নতুন অংশীদারিত্ব গড়ে তোলা এবং সাইবার নিরাপত্তা সেবার মান আরও উন্নত করতে কাজ করবেন বলে জানানো হয়েছে।
ক্যাসপারস্কির আসিয়ান ও এএইসি অঞ্চলের নতুন জেনারেল ম্যানেজার সাইমন টুং বলেন, “আসিয়ান দেশগুলোর ডিজিটাল উন্নয়নের সম্ভাবনা অনেক বড়, তবে এই সম্ভাবনা বাস্তবায়িত হবে তখনই, যখন বিশ্বাস ও নিরাপত্তা নিশ্চিত করা যাবে। সাইবার হুমকি মোকাবিলায় ক্যাসপারস্কির বৈশ্বিক অভিজ্ঞতা ও শক্তিশালী প্রযুক্তি সমাধান আমাদেরকে এই চ্যালেঞ্জগুলো সামলাতে বাড়তি শক্তি দিয়েছে। তাই এই অঞ্চলে ক্যাসপারস্কির টিমকে নেতৃত্ব দেওয়া ও নতুন অংশীদারিত্ব গড়ে তোলার সুযোগ পেয়ে আমি সত্যিই আনন্দিত। আমি আমাদের টিমকে আরও দক্ষ, অংশীদারদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি এবং এই অঞ্চলের ব্যবসার বাস্তব চাহিদা অনুযায়ী সাইবার নিরাপত্তা সমাধান দেওয়ার মাধ্যমে ক্যাসপারস্কির বৈশ্বিক অভিজ্ঞতা স্থানীয়ভাবে কাজে লাগাতে চাই।”
ক্যাসপারস্কির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ম্যানেজিং ডিরেক্টর আড্রিয়ান হিয়া বলেন, “আসিয়ান অঞ্চল ক্যাসপারস্কির জন্য একটি দ্রুত পরিবর্তনশীল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি বাজার। এই অঞ্চলের ডিজিটাল অগ্রযাত্রা এবং ক্রমবর্ধমান সাইবার ঝুঁকি যেমন গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর র্যানসমওয়্যার হামলা থেকে শুরু করে আর্থিক ফিশিং আমাদের কাজকে আরও জরুরি করে তুলেছে।”
তিনি আরও বলেন, “আমরা আগামী তিন বছরে এই অঞ্চলে বিনিয়োগ ও অংশীদারিত্ব বাড়াতে এবং সাইবার সিকিউরিরটি সলিউশন আরও বিস্তৃত করতে কাজ করছি। সাইমন টুং-এর কৌশলগত দৃষ্টিভঙ্গি ও বাস্তব অভিজ্ঞতা আমাদের এই প্রচেষ্টাকে আরও এগিয়ে নিয়ে যাবে। তার নেতৃত্বে আমরা শুধু ব্যবসায়িক লক্ষ্যে পৌঁছাবো না, বরং এই অঞ্চলের সাইবার নিরাপত্তা সক্ষমতাও আরও শক্তিশালী করবে বলে আমি বিশ্বাস করি।”
