Home বিশেষ প্রতিবেদন সরকারের পাওনা দিতেই হবে তিন মোবাইল অপারেটরকে

সরকারের পাওনা দিতেই হবে তিন মোবাইল অপারেটরকে

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পাওনা হিসেবে তিন মোবাইল অপারেটর কোম্পানিকে সরকারকে রাজস্ব তরঙ্গ ও লাইসেন্স ফি বাবদ গ্রামীণফোনকে ১ হাজার ১৬৫ কোটি টাকা, বাংলালিংক’কে ৬২৫ এবং রবি’কে দিতে হবে ৫৬৫ কোটি টাকা বলে রায় ঘোষণা করছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ এই রায় দেন।

রাজস্ব, তরঙ্গ ও লাইসেন্স ফি বাবদ গ্রামীণ ফোনকে ১৪শ’ কোটি, রবিকে ৫শ’ কোটি ও বাংলালিংককে ৬৫০ কোটি টাকা বকেয়া পরিশোধের আদেশ দেওয়া হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এএম আমীন উদ্দিন। বিইআরসির পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী সাঈদ আহমেদ রাজা।

রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা এএম আমীন উদ্দিন এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন বলে জানা গেছে।

Exit mobile version