Home প্রযুক্তি খবর মোল্লা সল্টকে ডিজিটাল সল্যুশন প্রদান করবে রবি

মোল্লা সল্টকে ডিজিটাল সল্যুশন প্রদান করবে রবি

ব্যবসায়িক কার্যক্রমকে ডিজিটাল করতে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবির কাছ থেকে প্রয়োজনীয় আইসিটি সল্যুশন এবং ডিজিটাল সেবা গ্রহণ করবে মোল্লা সল্ট (ট্রিপল রিফাইন্ড) ইন্ডাস্ট্রি লিমিটেড। এ উপলক্ষ্যে সম্প্রতি কোম্পানি দুটির মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

রাজধানীর গুলশানে রবির কর্পোরেট অফিসে কোম্পানিটির চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার মো. আদিল হোসেন নোবেল এবং মোল্লা সল্টের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ মিজানুর রহমান মোল্লা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন।

এসময় মোল্লা সল্টের চিফ ফিনান্সিয়াল অফিসার বিদ্যুৎ চন্দ্র গুপ্ত, হেড অফ আইটি কাজী মোকাম্মেল হোসেন, রবির এন্টারপ্রাইজ বিজনেস সলিউশনের ভাইস প্রেসিডেন্ট মো. আসাদুজ্জামান, জেনেরাল ম্যানেজার মোহাম্মদ জুলফিকার হায়দার চৌধুরী, জেনেরাল ম্যানেজার মো. জাহিদুল হক তুষার, জেনেরাল ম্যানেজার খন্দকার মোসাব্বের হোসেন, লিড ম্যানেজার সুমন কুমার বিশ্বাস এবং কী অ্যাকাউন্ট ম্যানেজার আতিয়া রহমান উপস্থিত ছিলেন। 

Exit mobile version