Wednesday, November 26, 2025
spot_img
Homeইভেন্টও’ ফ্যানস ফেস্টিভাল ২০২৫ শুরু করলো অপো

ও’ ফ্যানস ফেস্টিভাল ২০২৫ শুরু করলো অপো

অপো বাংলাদেশে তাদের লয়্যাল ইউজারদের শক্তিশালী কমিউনিটির জন্য আনুষ্ঠানিকভাবে ও’ ফ্যানস ফেস্টিভাল ২০২৫ উদযাপন শুরু করলো। বার্ষিক এই উদযাপনের অংশ হিসেবে আগামী ২৭ নভেম্বর নারায়ণগঞ্জে নিজেদের সবচেয়ে বড় ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধনের ঘোষণা দিয়েছে ব্র্যান্ডটি।

প্রতি বছরই ও’ ফ্যানস ফেস্টিভাল বিশেষ সুবিধা, অনন্য অভিজ্ঞতা ও আকর্ষণীয় ইভেন্টের মাধ্যমে অপো ব্যবহারকারীদের একত্রিত করে। এবছর প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্টোর চালু করার মাধ্যমে উদযাপনকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেছে অপো; যা ব্র্যান্ড ও ক্রমবর্ধমান ফ্যানবেসের মধ্যে সম্পর্ককে আরও গভীর করবে বলে ধারণা করা হচ্ছে। গুরুত্বপূর্ণ এই উদ্বোধনকে ও’ ফ্যানস ফেস্টিভালের সাথে যুক্ত করার মাধ্যমে অপো উদ্ভাবনকে উদযাপন ও কমিউনিটির সাথে যুক্ত করার অঙ্গীকারকে আরও জোরদার করলো।

উদ্বোধনী অনুষ্ঠানের বাড়তি উত্তেজনা হিসেবে বিনোদন জগতের প্রিয় তারকারা উপস্থিত থাকবেন। জিয়াউল হক পলাশ, পারসা ইভানা ও রাহিলের মতো জনপ্রিয় ব্যক্তিত্বরা এই অনুষ্ঠানে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। যা ফ্যান ও তরুণ কমিউনিটির জন্য বিশেষ আকর্ষণ; এবং একইসাথে, লাইফস্টাইল, ফ্যাশন ও সৃজনশীলতার সাথে অপোর শক্তিশালী সম্পর্ককে তুলে ধরবে।

এ বিষয়ে অপো বাংলাদেশের একজন মুখপাত্র বলেন, “আমাদের ভিশনে আস্থা রাখেন এমন প্রাণবন্ত কমিউনিটির বার্ষিক উদযাপন ও’ ফ্যানস ফেস্টিভাল। এবছর আমরা বাংলাদেশে আমাদের বৃহত্তম ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধনের সাথে এই ফেস্টিভালকে যুক্ত করে এটিকে আরও স্মরণীয় করে তুলতে চেয়েছি। এটি উদ্ভাবন, গ্রাহক সন্তুষ্টি ও অর্থবহ ব্র্যান্ড অভিজ্ঞতার প্রতি আমাদের প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ।”

নতুন এই ফ্ল্যাগশিপ স্টোরটি ও’ ফ্যানস ফেস্টিভাল চলাকালে ইন্টারেক্টিভ এঙ্গেজমেন্টের কেন্দ্র হিসেবে কাজ করবে। বিস্তৃত কার্যক্রম থেকে শুরু করে অনুপ্রেরণামূলক ইন্টারেকশন পর্যন্ত, উদ্বোধনের দিনটি অপোর ইন্সপিরেশন এহেডের দর্শনকেই ফুটিয়ে তোলে, যা ফ্যানদের নতুন ও উত্তেজনাপূর্ণ উপায়ে ভবিষ্যতের প্রযুক্তি খুঁজে পেতে উৎসাহিত করবে।

প্রত্যাশা বাড়ার পাশাপাশি, অপো জানাচ্ছে যে এ বছরের ও’ ফ্যানস ফেস্টিভালে আরও বেশি আকর্ষণীয় সারপ্রাইজ উন্মোচন করা হবে, যা উৎসাহী ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করবে।

নারায়ণগঞ্জে বৃহত্তম অফলাইন ইভেন্টের আয়োজন করতে প্রস্তুত অপো; এ উপলক্ষে বিপুল সংখ্যক ফ্যান অংশগ্রহণ করবে যা কমিউনিটির মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। উপস্থিতদের জন্য বিশেষ সুবিধা ও অনন্য অভিজ্ঞতার আয়োজন করা হচ্ছে, যা উদযাপনের পরিবেশকে আরও আনন্দঘন করে তুলবে।

আগামী ২৭ নভেম্বর নারায়ণগঞ্জে অপোর বৃহত্তম ফ্ল্যাগশিপ স্টোর উন্মোচনের দিকেই এখন সকলের নজর। যা ও’ ফ্যানস ফেস্টিভাল ২০২৫-এর প্রধান আকর্ষণ হিসেবে চিহ্নিত হচ্ছে এবং উদ্ভাবন, সৃজনশীলতা ও ফ্যান কালচারকে আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করবে।

বিস্তারিত তথ্যের জন্য অপো বাংলাদেশের ওয়েবসাইট https://www.oppo.com/bd বা, অফিসিয়াল অপো ফেসবুক পেজ

https://www.facebook.com/OPPOBangladesh ভিজিট করুন।

spot_img
আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বাাধিক পঠিত

spot_img