Monday, November 25, 2024
spot_img
Homeপ্রযুক্তি খবরমোবাইল ডিসপ্লে উন্নয়নে মনযোগ দিচ্ছে ইনফিনিক্স

মোবাইল ডিসপ্লে উন্নয়নে মনযোগ দিচ্ছে ইনফিনিক্স

নিত্যনতুন উদ্ভাবনী প্রযুক্তি বাজারে এনে তরুণদের মধ্যে বেশ সাড়া ফেলেছে টেক ব্র্যান্ড ইনফিনিক্স। ইনফিনিক্স নোট ৪০ সিরিজে থ্রিডি কার্ভড ডিসপ্লে গেমিং এবং ভিডিও দেখার ক্ষেত্রে দিচ্ছে অসাধারণ অভিজ্ঞতা। যা একইসঙ্গে সাশ্রয়ী এবং উন্নত ফিচারসমৃদ্ধ।

জেন জি-দের চিত্তাকর্ষক ভিজ্যুয়াল অভিজ্ঞতা দিতে এই সিরিজের ডিভাইসগুলোতে ১২০ হার্জ রিফ্রেশ রেটের সাথে আছে ৬.৭৮ ইঞ্চি থ্রিডি কার্ভড অ্যামলয়েড ডিসপ্লে। ২৪৩৬x১০৮০ পিক্সেলের নিখুঁত রেজ্যুলেশনের কারণে প্রতিটি ছবির ডিটেইল ফুটে ওঠে। এছাড়া নেটফ্লিক্স বা ইউটিউবে পছন্দের সিরিজ দেখা, গেমিং বা সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিংয়ের সময় নোট ৪০ সিরিজ সব মিলিয়ে এক চমকপ্রদ অভিজ্ঞতা দেয়।  

বর্তমানে দ্রুত গতির পৃথিবীতে স্মার্টফোনে একটি উচ্চমানের ডিসপ্লে থাকা জরুরি। সেদিক থেকে নোট ৪০ সিরিজের ডিসপ্লে ব্যবহারকারীরা পাচ্ছেন দুর্দান্ত অভিজ্ঞতা। এর অ্যামলয়েড প্রযুক্তি প্রতিটি পিক্সেলকে রঙ ও গভীরতায় সমৃদ্ধ করে, ফলে কনটেন্ট দেখা আরও প্রাণবন্ত এবং আকর্ষণীয় হয়ে ওঠে।

গেমারদের জন্য নোট ৪০ সিরিজে রয়েছে মিডিয়া টেক হেলিও জি৯৯ আলটিমেট চিপসেট, যা ফ্লুইড অ্যানিমেশন এবং দ্রুত ফিডব্যাক সময় নিশ্চিত করে। ১২০ হার্জ রিফ্রেশ রেটের কারণে প্রতিটি অ্যানিমেশন তাৎক্ষণিকভাবে স্ক্রিনে প্রতিফলিত হয়, যা উচ্চ চাপের গেমিং পরিস্থিতিতে প্রতিযোগিতামূলক সুবিধা দেয়। এছাড়া, এর ডিসপ্লে ব্যবহারকারীর চোখের জন্য সুরক্ষিত, ফ্লুইড এবং স্বাচ্ছন্দ্যময় টাচ অভিজ্ঞতা দেয়।

ইনফিনিক্স নোট ৪০ সিরিজ উচ্চমানের অ্যামলয়েড ডিসপ্লের মাধ্যমে ডিসপ্লে মানের নতুন এক মানদণ্ড স্থাপন করেছে। আর সম্প্রতি বাজারে আসা নোট ৪০এসের মাধ্যমে ইনফিনিক্স থ্রিডি কার্ভড অ্যামলয়েড ডিসপ্লে ব্যবহার করে সেই ধারাকে আরও এক ধাপ সামনে নিয়ে গেছে। ইনফিনিক্স এর প্রতিশ্রুতি অনুযায়ী, সবার জন্য এই ডিসপ্লে মিড রেঞ্জের বাজেটে ফ্ল্যাগশিপ ডিসপ্লে ব্যবহারের সুযোগ দিচ্ছে।   

আসন্ন হট সিরিজের স্মার্টফোনগুলোতে ডিসপ্লে আরও উন্নত করতে প্রতিজ্ঞাবদ্ধ ইনফিনিক্স, যা সাশ্রয়ী মূল্যে গ্রাহকদের উন্নত ভিজ্যুয়াল এবং স্মুথ পারফরম্যান্স দেবে।

spot_img
আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বাাধিক পঠিত

spot_img