Friday, January 30, 2026
spot_img
Homeইভেন্টশেষ হলো সিটি আইটি মেগা ফেয়ার-২০২৫

শেষ হলো সিটি আইটি মেগা ফেয়ার-২০২৫

শেষ হয়েছে দেশের সবচেয়ে বড় প্রযুক্তি পণ্যের মেলা সিটি আইটি মেগা ফেয়ার-২০২৫।

সর্বশেষ সংস্করণের সব কম্পিউটার, ল্যাপটপ, আর অন্যান্য ডিভাইসসহ নিত্য নতুন অনুমোদিত প্রযুক্তিপণ্য প্রদর্শন করা হয়েছিল এবারের মেলায়। এছাড়া শিশু-কিশোরদের জন্য আয়োজন করা চিত্রাঙ্কন প্রতিযোগিতা যেটি গতকাল অনুষ্ঠিত হয়।

মেলার এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন, বিসিএস সিটি আইটি ম্যানেজমেন্ট কমিটির সম্মানিত প্রেসিডেন্ট, আকতার হোসেন খান, এবং মেলার আহ্বায়ক মোঃ জাহেদ আলী ভূঁইয়া সহ ম্যানেজমেন্ট কমিটির সকল সদস্য।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পৃষ্ঠপোষক গিগাবাইট এর প্রোডাক্ট ম্যানেজার ও স্মার্ট টেকনোলজির এজিএম, মোঃ তানজিম চৌধুরীকে ফুল এবং ক্রেস্ট দিয়ে সম্মান জানানো হয়।

প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন কার্টুনিস্ট, লেখক, ও উন্মাদের প্রতিষ্ঠাতা সম্পাদক, আহসান হাবিব; ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক, মোঃ হারুন অর রশীদ টুটুল,  রেজা আসাদ আল হুদা অনুপম, চিত্রশিল্পী ও রংধনু আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক, মুসা কলিমউল্লাহ এবং ভূইয়া ইমাম লেনিন, কম্পিউটার বিচিত্রা।

চিত্রাঙ্কন প্রতিযোগিতাটি উন্মুক্ত বিভাগসহ ৪ থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য মোট চারটি বিভাগে আয়োজন করা হয়। বিভাগগুলোতে প্রথম স্থান অর্জন করে – সমৃদ্ধি রায় তিয়ারা, অর্পণ দাশ, মো: মুনতাসিরুল  ইসলাম, এবং আসিফ হাসান। দ্বিতীয়  এবং তৃতীয় স্থান অধিকারীদেরও পুরষ্কার বিতরণ করা হয়।

প্রতিবছরের মতো এবারও মেলায় ছাত্র-ছাত্রীদের জন্য ছিল আকর্ষণীয় সব উপহার, দর্শনার্থীদের জন্য মেগা ডিসকাউন্ট, নিশ্চিত উপহার, ক্যাশব্যাক, স্ক্র্যাচ অ্যান্ড উইন, টেক সেলিব্রেটি আড্ডা সহ সঠিক পণ্যের নিশ্চয়তাসহ নিশ্চিত ওয়ারেন্টি । এছাড়াও দর্শনার্থীদের জন্য প্রতিদিন ছিল কনসার্ট ও র‍্যাফেল ড্র এর আয়োজন।

রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবনে অনুষ্ঠেয় এই মেলা প্রতিদিন রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল।

spot_img
আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বাাধিক পঠিত

spot_img