Monday, November 25, 2024
spot_img
Homeগ্যাজেটসশাওমির নতুন ফোন রেডমি এটু প্লাস

শাওমির নতুন ফোন রেডমি এটু প্লাস

টেক ব্র্যান্ড শাওমি নিয়ে এসেছে নতুন স্মার্টফোন শাওমি রেডমি এটু প্লাস। বর্তমানে যখন ভার্চুয়াল র‌্যাম বেশি প্রচলিত করা হচ্ছে, সেখানে রেডমি এটু প্লাস সুবিধা দিচ্ছে ৪ জিবি পর্যন্ত ফিজিক্যাল র‍্যামের।

“ভরসার রেডমি, সবার জন্য”- এই ক্যাম্পেইনের আওতায় শাওমি’র নতুন স্মার্টফোনটি নিয়ে এসেছে। রেডমি এটু প্লাস ফোনটিতে রয়েছে শক্তিশালী প্রসেসর মিডিয়াটেক হেলিও জিথ্রিসিক্স, এবং ৫০০০ মেগাহার্টজের ব্যাটারি। এতে আরও রয়েছে ৮ মেগাপিক্সেলের এআই ডুয়াল ক্যামেরা সিস্টেম।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, শাওমির রেডমি এটু প্লাস, বাংলাদেশের মার্কেটে আনতে পেরে আমরা আনন্দিত। স্মার্টফোন গ্রাহকরা এখন প্রায়ই ভার্চুয়াল র‍্যামের অফারে বিভ্রান্ত হচ্ছেন যা শুধুমাত্র অস্থায়ী সমাধান দিয়ে থাকে। এই কারনে রেডমি এটু প্লাস ফোনটিতে আমরা একচুয়াল র‍্যামের উপর গুরুত্ব দিয়েছি। কর্মক্ষমতার ক্ষেত্রে রেডমি এটু প্লাস অবশ্যই ব্যবহারকারীদের প্রত্যাশা পূরণ করতে পারবে।

কর্মক্ষম র‌্যামের পারফরম্যান্স

রেডমি এটু প্লাস ফোনে মিডিয়াটেক হেলিও জিথ্রিসিক্স চিপসেট ব্যবহার করা হয়েছে যেখানে রয়েছে ২.২ গিগাহার্টজ পর্যন্ত অক্টা-কোর প্রসেসর। এই কনফিগারেশনে ব্যবহারকারীরা ব্রাউজিং এবং মাল্টিমিডিয়ায় কাজ অনায়াসে করতে পারবে। স্মার্টফোনটির র‍্যামে রয়েছে এলডিডিআর৪এক্স + ইএমএমসি ৫.১ মেমরির সুবিধা। এছাড়া, এতে আছে সর্বোচ্চ ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ সুবিধা।

দারুন ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স

রেডমি এটু প্লাসের ডিসপ্লেটি আকারে ৬.৫২ ইঞ্চি এবং এটি একটি এইচডি+ ডট ড্রপ ডিসপ্লে। ব্যবহারকারীরা এতে গেম খেলার পাশাপাশি মুভি দেখতে পারবে স্বাচ্ছন্দ্যভাবে। এর রেজোলিউশন ১৬০০ x ৭২০ এইচডি+ এবং অনুপাতে ২০:৯। এছাড়া, এই ডিসপ্লেতে আছে নাইট লাইট সাপোর্টের ফিচার।

ক্যামেরা এবং ব্যাটারি

রেডমি এটু প্লাসে আছে ডুয়াল-ক্যামেরার সুবিধা। যার মধ্যে একটি হলো ৮এমপির প্রাইমেরি ক্যামেরা এবং অপরটি ৫এমপির ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। ফোনটিতে এইচডিআর মোড সুবিধা থাকায় হাই-কনট্রাস্ট ছবি তোলার ক্ষেত্রে এতে এক্সপোজার এবং স্পষ্টতা ফুটে উঠে। রেডমি এটু প্লাসে রয়েছে ৫০০০ মেগাহার্টজের ব্যাটারি। যা ১০ ওয়াটে দ্রুত চার্জিং ক্ষমতাসম্পন্ন এবং নিশ্চিত করে দীর্ঘ ব্যাটারি লাইফ।

দাম এবং কবে পাওয়া যাবে

১৩ই অক্টোবর থেকে বাংলাদেশে রেডমি এটু প্লাস স্মার্টফোনটি অনুমোদিত শাওমি স্টোর, পার্টনার স্টোর এবং বিভিন্ন রিটেইল চ্যানেলে পাওয়া যাবে। কালো, হালকা সবুজ এবং হালকা নীল – এই তিনটি রঙে ফোনটি পাওয়া যাবে। এই ফোনের ৩ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ৯,৯৯৯ টাকা। আর এর ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১০,৯৯৯ টাকা।

spot_img
আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বাাধিক পঠিত

spot_img