বহুল প্রত্যাশিত ভিভো ভি৬০-এর প্রি-অর্ডার শুরু হলো এক্সক্লুসিভ সারপ্রাইজের সঙ্গে। প্রি-অর্ডার করলে সৌভাগ্যবান বিজয়ী পাবেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খানের সঙ্গে দেখা করার ও একসাথে সময় কাটানোর সুযোগ।
সাথে থাকছে স্পেশাল গিফট প্যাক, যেখানে থাকবে ৪,৯৯৯ টাকা মূল্যের রিরো ডব্লিউ১০ ওয়াচ ও পোস্টকার্ড। ০১ থেকে ০৬ সেপ্টেম্বর পর্যন্ত ভিভোর অফিসিয়াল ই-স্টোর বা যে কোনো অথোরাইজড শপ থেকে প্রি-অর্ডার করে উপভোগ করা যাবে এই সুবিধাগুলো ।
প্রথমবারের মতো বাংলাদেশে ভিভোর ভি সিরিজে যুক্ত হলো জাইসের সুপার টেলিফটো লেন্স। ভিভো ভি৬০-তে আছে সনি আইএমএক্স৮৮৫ সেন্সরসহ ৫০ মেগাপিক্সেল সুপার টেলিফটো ক্যামেরা, যা ১০ গুণ জুমেও স্পষ্ট ও ডিটেইলড ইমেজ দেয়। প্রি-অর্ডারের মাধ্যমে দেশে সবার আগে টেলিফটো ক্যামেরার সুবিধা উপভোগ করতে পারবেন ক্রেতারা।
ভিভো ভি৬০-এর ক্যামেরা সেটআপ ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিকে করে আরও সমৃদ্ধ। এতে আছে, ৫০ মেগাপিক্সেল জাইস ওআইএস মেইন ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল গ্রুপ সেলফি এবং ৮ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল ক্যামেরা। আল্ট্রা-ক্লিয়ার ফোরকে রেকর্ডিং ও মাইক্রো মুভি মোড প্রতিটি ভিডিওকে করে আরও সিনেমাটিক।
আসন্ন বিয়ের সিজনে প্রতিটি আবেগঘন মুহূর্ত ধরতে ভিভো ভি৬০-তে রয়েছে বিশেষ টেলিফটো ওয়েডিং পোর্ট্রেট মোড। ৮৫ মিমি থেকে ১০০ মিমি পোট্রেট ও ক্লোজআপ লেন্স প্রতিটি মুহূর্তের আবেগ ও গভীরতাকে ধরতে পারে নিখুঁতভাবে।
ভিভোর এআই ইমেজ স্টুডিও এখন আরও উন্নত। এতে আছে নতুন এআই ফোর-সিজন পোর্ট্রেট মোড। যা, দিয়ে এক টাচেই যেকোনো আউটডোর ছবি সাজানো যাবে চারটি ঋতুর আবহে। আপগ্রেডেড এআই ইরেজ ৩.০ দিয়ে যেকোনো অনাকাঙ্খিত বস্তু সরানো এখন আরও সহজ। তাই বিয়ের ভিড়েও নিজের একান্ত ছবিগুলো হবে আরও সুন্দর।
ইতোমধ্যেই স্মার্টফোনপ্রেমীদের মন কেড়েছে বেরি পার্পল রঙ। এছাড়াও পাওয়া যাচ্ছে মিস্ট গ্রে ও ডেজার্ট গোল্ড রঙে। ৬.৭৭ ইঞ্চির কোয়াড কার্ভড ডিসপ্লে, ১২০ হার্জ রিফ্রেশ রেট ও ৫,০০০ নিটস ব্রাইটনেসে মেলে স্টাইলিশ লুক ও শার্প ভিজ্যুয়াল।
দীর্ঘস্থায়ী ব্যবহার নিশ্চিত করে ৬৫০০এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি ও ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ, যা দিয়ে প্রায় ২২ ঘণ্টা ভিডিও স্ট্রিমিং ও ১০ ঘণ্টা গেমিং সম্ভব। পাশাপাশি নতুন স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট, ১২ জিবি র্যাম ও অতিরিক্ত ১২ জিবি এক্সটেন্ডেড র্যাম ল্যাগমুক্ত পারফরম্যান্স নিশ্চিত করে।
স্মার্ট এআই ও এত ফিচারসসহ ৬৪,৯৯৯ টাকা মূল্যের ভিভো ভি৬০ প্রি-অর্ডার করলেই পাবেন দেশের প্রথম টেলিফটো ক্যামেরার অভিজ্ঞতা, সঙ্গে থাকছে তাহসানের সাথে দেখা করার এক্সক্লুসিভ সুযোগ।