Friday, August 15, 2025
spot_img
Homeপ্রযুক্তি খবরভিভো ওয়াই৪০০-এর স্মার্ট প্রযুক্তিতে পারফেক্ট আন্ডারওয়াটার শট

ভিভো ওয়াই৪০০-এর স্মার্ট প্রযুক্তিতে পারফেক্ট আন্ডারওয়াটার শট

নিখুঁত আন্ডারওয়াটার ফটোগ্রাফি বরাবরই একটি চ্যালেঞ্জিং বিষয়। কারণ পানির নিচে আলো, রঙ এবং মুহুর্তের সঠিক সমন্বয় পাওয়া সহজ নয়। এর জন্য প্রয়োজন সঠিক টুল এবং আধুনিক স্মার্ট প্রযুক্তি। এই চ্যালেঞ্জকে সহজ করে তোলার লক্ষ্যে ভিভো নিয়ে এসেছে ওয়াই৪০০, যা বর্তমানে একটি প্রপার ও স্মার্ট আন্ডারওয়াটার ফটোগ্রাফির নতুন সল্যুশন।

বন্ধুদের সঙ্গে ট্যুর কিংবা সুইমিং পুলে কাটানো এক্সাইটিং ও মজার মুহূর্তগুলো আমরা সবাই ক্যামেরাবন্দি করে রাখতে চাই। ভিভো ওয়াই৪০০ নিয়ে এখন পানির নিচের মুহুর্তগুলো ক্যাপচার করা আরও সহজ। কারণ, এর ডেডিকেটেড আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোড দিয়ে পানির নিচে প্রাণবন্ত মাছ, রঙিন প্রবাল অথবা সাঁততারে সময় হাসিখুশির মুহুর্তগুলো ধরে রাখা এখন আরও সহজ।

ওয়েট হ্যান্ড টাচ অ্যালগরিদম থাকায় পানির নিচে বা ভেজা হাতেও এই ফোনের স্ক্রিন থাকবে পুরোপুরি রেসপনসিভ। তাই, স্ক্রল, ট্যাপ তো করা যাবেই, সাথে পানির নিচে ছবি তোলা যাবে এর শাটার বাটন দিয়ে। কিন্তু পানির নিচে ফটোগ্রাফির অভিজ্ঞতাকে আরও সহজ করতে ওয়াই৪০০ এর ভলিউম রকার দিয়ে ছবি তোলা যাবে ও ভিডিও করা যাবে। ফলে, কোনো মুহূর্ত মিস হওয়ার সুযোগ নেই।

পানি থেকে উঠে আসার পর, ফোনের সুরক্ষার জন্য ভিভো ওয়াই৪০০-এ আছে ওয়ান টাচ ওয়াটার ইজেকশন ফিচার। মাত্র এক টাচেই মাইক্রো ভাইব্রেশন এর মাধ্যমে ফোনের ভেতরের অবশিষ্ট পানি বের করে দেয়, যা চার্জিং পোর্ট ও স্পিকারকে সম্পূর্ণ সুরক্ষিত রাখে। যদিও ভেজা অবস্থায় ফোন চার্জ না দেওয়াই ভালো তবে পানি ইজেক্ট করে দেবার কারনে ইলেকট্রিক শকের ভয় থাকে না, আর সাউন্ড সিস্টেম হয় একদম পরিষ্কার ও মাফল-মুক্ত।

অবশেষে, স্মৃতি ঘেরা এই ছবি গুলোকে আরও নিখুঁত করতে রয়েছে এআই অটো ইরেজ এবং এআই ফটো ইনহ্যান্স অপশন। অনাকাঙ্ক্ষিত বস্তু সরানো থেকে শুরু করে ছবির রঙ, কনট্রাস্ট এবং শার্পনেসের অটো অপ্টিমাইজেশন এক টাচেই সম্পন্ন হয়।

ভিভো ওয়াই৪০০-এ আছে ফ্ল্যাগশিপ লেভেলের ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৫২ অটোফোকাস মেইন ক্যামেরা। যা স্ন্যাপশট থেকে স্টানিং পোর্ট্রেট, প্রতিটি ছবিকে করে তোলে নিখুঁত ও অসাধারণ।

আইপি৬৮ ও আইপি৬৯ ডুয়াল সুরক্ষা আছে বলেই আন্ডারওয়াটার ফটোগ্রাফি করা যায় সম্পূর্ণ নিশ্চিন্তে। শুধু পানির ছিটেফোঁটা নয়, গভীর পানি, বৃষ্টি অথবা ঝর্ণার পানি, ধুলোবালি, এবং আকস্মিক শক থেকেও সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব টেস্টে সফলভাবে উত্তীর্ণ হয়েছে ফোনটি। আর এভাবেই স্মার্ট জীবনকে আরও স্মার্ট করে তুলেছে ভিভো ওয়াই৪০০।

spot_img
আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বাাধিক পঠিত

spot_img