Sunday, December 7, 2025
spot_img
Homeগ্যাজেটসনতুন পন্যভিভো এক্স৩০০ প্রো: গিম্বল ক্যামেরায় স্ট্যাবল ভিডিওগ্রাফি

ভিভো এক্স৩০০ প্রো: গিম্বল ক্যামেরায় স্ট্যাবল ভিডিওগ্রাফি

মোবাইল ফটোগ্রাফিতে টেলিফটো অভিজ্ঞতাকে আরও এগিয়ে নিতে ভিভো এনেছে নতুন ফ্ল্যাগশিপ এক্স৩০০ প্রো। ইন্ডাস্ট্রির শীর্ষ প্রফেশনাল ইমেজিং ফ্ল্যাগশিপ হিসেবে বিবেচিত এই স্মার্টফোনে রয়েছে জাইস অপটিকস, নতুন অপারেটিং সিস্টেম, শক্তিশালী প্রসেসর এবং আধুনিক প্রিমিয়াম ডিজাইন।

এবার এক্স৩০০ প্রো তে আছে ২০০ মেগাপিক্সেলের জাইস এপিও টেলিফটো ক্যামেরা। যার আল্ট্রা-সেন্সিং সেন্সর ও সিআইপিএ ৫.৫-রেটেড গিম্বেল স্টেবিলাইজেশন দূরের ছবিকে আরও স্থির ও অত্যন্ত পরিষ্কার ছবি ধারণে অসাধারণ সক্ষমতা প্রদান করে।বাস্তব মুহূর্তগুলোকে দীর্ঘস্থায়ী স্মৃতিতে রূপ দিতে জাইস গিম্বেল ক্যামেরা ও এলওয়াইটি-৮২৮ সেন্সর মানুষের চোখে দেখা প্রাকৃতিক দৃশ্যের আরও কাছাকাছি অভিজ্ঞতা এনে দেয়।

ফোনটিতে আছে ৫০ মেগাপিক্সেল জাইস ওয়াইড এঙ্গেল ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল জাইস ওয়াইড এঙ্গেল ফ্রন্ট ক্যামেরা, যা সেলফি ও সাধারণ ছবিতে উচ্চ ডিটেইল ও প্রাণবন্ততা দেয়। স্টেজ মোড ২.০–তে রয়েছে ৪কে রেকর্ডিং, মোশন ফ্রিজ ও ডুয়াল-ভিউ ভিডিও। পোর্ট্রেটে জাইস ন্যাচারাল পোর্ট্রেট, মাল্টি-ফোকাল এইচডি পোর্ট্রেট এবং ২০ গুণ মোশন স্ন্যাপশটসহ উন্নত ফিচারও পাওয়া যাবে। পাশাপাশি, ফোনটি সেকেন্ডে ১২০ এফপিএস ডলবি ভিশন ভিডিও এবং ৬০ এফপিএস পোর্ট্রেট ভিডিও উইথ বিউটি এফেক্টস রেকর্ড করতে সক্ষম। এসব ফিচার ভিডিও ভ্লগিং ও ভিডিওগ্রাফির অভিজ্ঞতাকে নিয়ে যায় নতুন উচ্চতায়।

উন্নত ফটোগ্রাফির জন্য রয়েছে ডেডিকেটেড ভিএস১ প্রো ইমেজিং চিপ, যা দ্রুত ও কম নয়েজে পোর্ট্রেট ছবি তোলে। পাশাপাশি ভিভো জাইস ২.৩৫এক্স টেলিফটো এক্সটেন্ডার কিট ব্যবহার করে দূরের দৃশ্য আরও পরিষ্কার ও প্রফেশনালভাবে ধারণ করা যায়।

ভিভো এক্স৩০০ প্রো-তে এবার যুক্ত হয়েছে নতুন অরিজিন ওএস ৬, যা পুরো সিস্টেমকে আরও দ্রুত, মসৃণ ও ল্যাগ–ফ্রি রাখে। অ্যাপ সুইচিং থেকে অ্যানিমেশন- সবকিছুতেই দেয় আরও স্মুথ অভিজ্ঞতা। এতে রয়েছে ভিভো অফিস কিট, ওয়ার্কস্পেস ও নোটস, যা স্ক্রিন মিররিং, রিমোট কন্ট্রোল ও মাল্টি-ডিভাইস নোট সিঙ্ক আরও সহজ করে। এছাড়াও, দ্রুত ফাইল শেয়ারের জন্য ওয়ান-ট্যাপ ট্রান্সফার ও ব্যক্তিগত নিরাপত্তার জন্য প্রাইভেট স্পেস রয়েছে।

পারফরম্যান্সের দিক দিয়েও সেরার কাতারে থাকবে ভিভো এক্স৩০০ প্রো। এতে রয়েছে শক্তিশালী ডাইমেনসিটি ৯৫০০ ও ভিথ্রি ইমেজিং চিপের সমন্বয়, যা দ্রুত রেন্ডারিং, ফাস্ট ক্যামেরা রেসপন্স ও স্মুথ গেমিং পারফরম্যান্স দেয়। পাশাপাশি ৬৫১০ এমএএইচ ব্যাটারি, ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ ও ৪০ ওয়াট ওয়্যারলেস চার্জিং দীর্ঘ সময়ের শক্তিশালী ব্যবহার নিশ্চিত করে।

৬.৭৮ ইঞ্চি জাইস মাস্টার কালার ডিসপ্লে, আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং ও থ্রিডি আলট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট ভেজা আঙুলেও দ্রুত আনলক নিশ্চিত করে। থ্রিডি ইউনিবডি কোরাল ভেলভেট গ্লাস ডিজাইন ও ১.১ মিলিমিটার আল্ট্রা-থিন বেজেলে ফোনটি ডিউন ব্রাউন ও ফ্যান্টম ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে।

এক্স৩০০ প্রো পাওয়া যাচ্ছে ১৬ জিবি + ৫১২ জিবি ভ্যারিয়েন্টে, মূল্য ১,৪৯,৯৯৯ টাকা। জাইস টেলিফটো এক্সটেন্ডার কিটের মূল্য ২৮,৯৯৯ টাকা। বর্তমানে চলছে প্রি-অর্ডার।

spot_img
আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বাাধিক পঠিত

spot_img