Saturday, November 9, 2024
spot_img
Homeপ্রযুক্তি সংগঠনবেসিস নেতৃত্বে পরিবর্তন- সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

বেসিস নেতৃত্বে পরিবর্তন- সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

বেসিস-এর নতুন সভাপতি হলেন এম রাশিদুল হাসান এবং জ্যেষ্ঠ সহ-সভাপতি হয়েছেন মোস্তাফিজুর রহমান সোহেল। সম্প্রতি সভাপতির পদ থেকে জনাব রাসেল টি আহমেদ এবং সহ-সভাপতি (অর্থ) পদ থেকে জনাব ইকবাল আহমেদ ফখরুল হাসান পদত্যাগ করলে এই দুটি পদ শূন্য হয়। গতকাল (বুধবার, ৩০ অক্টোবর ২০২৪) অনুষ্ঠিত বেসিস নির্বাহী পরিষদের জরুরি সভায় (৩৩২তম সভা) বর্তমান নির্বাহী পরিষদ (২০২৪-২৬) সদস্যগণের মধ্য থেকে জ্যেষ্ঠ সহ-সভাপতি জনাব এম রাশিদুল হাসানকে সভাপতি পদে, পরিচালক জনাব মো. মোস্তাফিজুর রহমান সোহেলকে জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে এবং পরিচালক জনাব এম আসিফ রহমানকে সহ-সভাপতি (অর্থ) পদে নির্বাচিত করা হয়েছে। সদস্যদের ভোটে নির্বাচিত নির্বাহী পরিষদ সদস্যদের বাইরে আপাতত কাউকে কো-অপ্ট ছাড়াই সকল কার্যক্রম যথারীতি পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বেসিস নির্বাহী পরিষদ।

উল্লেখ্য, বেসিস নির্বাহী পরিষদ গত ২০ অক্টোবর ২০২৪ তারিখে ১) বেসিস সংঘবিধি সংশোধন ও সংস্কার কাজগুলো সম্পন্ন করে প্রয়োজনে মধ্যবর্তী নির্বাচন আয়োজন করে দায়িত্ব হস্তান্তর করা উচিত? নাকি ২) নির্বাহী কমিটি সদস্যরা একযোগে পদত্যাগ করা উচিত? এ বিষয়ে সদস্যদের মতামত চেয়ে একটি অটোমেটেড ভোটিং এর উদ্যোগ নেয়। এতে অংশ নেওয়া ৫৯৪ জন সদস্যের মধ্যে ৭৭.২৭% সংস্কার কাজগুলো মেম্বারদের সাথে নিয়ে সম্পন্ন করে নির্বাচন আয়োজনের” পক্ষে মতামত দিয়েছেন এবং ২২.৭২% মতামত দেন “বর্তমান ইসির এখনই পদত্যাগ করা উচিত” এর পক্ষে।

সদস্যদের মতামতের ভিত্তিতে বেসিসের নিয়মিত কার্যক্রম ও এর সদস্যদের স্বার্থরক্ষায় প্রতিশ্রুত সংস্কার কাজগুলো সাধ্যমতো সম্পন্ন করে আগামী ৬ (ছয়) মাসের মধ্যে একটি নির্বাচনের মাধ্যমে নির্বাহী পরিষদের দায়িত্ব হস্তান্তরের বিষয়ে একমত হয়েছে বর্তমান নির্বাহী পরিষদ। চলমান বেসিস সংঘবিধি সংশোধন, বেসিস মেম্বারশীপ অডিট এবং সদস্য সুরক্ষাসহ অতি প্রয়োজনীয় এবং জরুরি সংস্কার কাজ আগামী জানুয়ারি ২০২৫ মাসের মধ্যে এজিএমে/ইজিএম-এর পর এপ্রিল ২০২৫-এর মধ্যে নির্বাচন অনুষ্ঠানের একটি সম্ভাব্য রোডম্যাপও ঘোষণা করেছে বেসিস।

সফটওয়্যার ও আইটি পরিষেবা খাতের প্রকৃত উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে প্রয়োজনীয় জরুরি সংস্কারমূলক কাজ সুষ্ঠুভাবে সম্পাদন ও দেশে-বিদেশে বেসিস-এর সুনাম ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে বর্তমান নির্বাহী পরিষদকে সবরকম সহযোগিতা দিতে সদস্য এবং অংশীজনদের প্রতি আহ্বান জানিয়েছে বেসিস নেতৃবৃন্দ।

সভাপতির পরিচিতি

এম রশিদুল হাসান বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের একজন অগ্রণী ব্যক্তিত্ব। তিন দশকেরও বেশি সময় ধরে এ খাতে তিনি প্রশংসনীয় অবদান রেখে চলেছেন। ২০০১ সালে তিনি সিসটেক ডিজিটাল লিমিটেড প্রতিষ্ঠা করেন, বর্তমানে তিনি এর প্রধান নির্বাহী কর্মকর্তা। এছাড়াও তিনি সিসটেক ডিজিটাল জাপান ইনক, সিসটেক ডিজিটাল ইউকে লিমিটেড এর মতো প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। ২০ বছরেরও অধিক সময় ধরে তিনি বেসিসের বাইরে এবং ভিতরে থেকে ইন্ডাস্ট্রি উন্নয়নে সময় দিচ্ছেন। বেসিসে তিনি জয়েন্ট সেক্রেটারি জেনারেল, ভাইস প্রেসিডেন্ট ও সিনিয়র ভাইস প্রেসিডেন্টসহ বিভিন্ন পদে একাধিক মেয়াদে দায়িত্ব পালন করেছেন। তিনি বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস, সফটএক্সপো, এপিকটা অ্যাওয়ার্ডস ঢাকা, ডিজিটাল ওয়ার্ল্ড কনফারেন্স এবং ডেভেলপার কনফারেন্স সফলভাবে আয়োজন করেছেন। তিনি আইটি রপ্তানিতে ক্যাশ ইনসেনটিভ এবং কর অব্যাহতি প্রবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন, আইওটি এবং ক্লাউড কম্পিউটিং-এর মতো অত্যাধুনিক প্রযুক্তিতে মনোনিবেশ করছেন এবং বাংলাদেশের ২,৬০০+ তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানকে বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করার জন্য কাজ করছেন।

জ্যেষ্ঠ সহ-সভাপতির পরিচিতি

মোস্তাফিজুর রহমান সোহেল বাংলাদেশের একজন সুপরিচিত আইসিটি উদ্যোক্তা । প্রযুক্তি, অর্থনীতি এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে দুই দশকের অভিজ্ঞতাসম্পন্ন সোহেল বিভিন্ন দেশে সফটওয়্যার ব্যবসার সঙ্গে জড়িত। তার ক্যারিয়ারে তিনি DreamApps ERP, ERM Anywhere, ERP in a Box ইত্যাদি পণ্যের উন্নয়ন ও বাণিজ্যিকীকরণে ভূমিকা রেখেছেন। তিনি বাংলাদেশে প্রথমবারের মতো ডিজিটাল কমার্স নীতিমালা প্রণয়নে বেসরকারি খাতকে নেতৃত্ব দিয়েছেন। তিনি বেসিস-এর ২০১৪-১৬ সালের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২০১৬-১৮ ও ২০২২-২৩ মেয়াদে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সোহেল জেসিআই বাংলাদেশ এর সাবেক জাতীয় সভাপতি এবং জেসিআই ইন্টারন্যাশনাল এর একজন সন্মানিত সিনেট সদস্য। তিনি ঢাকা রেডিয়েন্ট রোটারি ক্লাবের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট হিসেবেও সম্মানিত।

spot_img
আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বাাধিক পঠিত

spot_img