Thursday, May 2, 2024
spot_img
Homeগ্যাজেটসনতুন পন্যগিগাবাইট এর চতুর্দশ প্রজন্মের মাদারবোর্ড বাজারে

গিগাবাইট এর চতুর্দশ প্রজন্মের মাদারবোর্ড বাজারে

গিগাবাইট ব্রান্ডের জেড৭৯০ অরোস এলিট এক্স মাদারবোর্ড বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লি:। স্মার্ট এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক পার্টনার মিট অনুষ্ঠানের মাধ্যমে দেশের বাজারে মাদারবোর্ডটির উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন গিগাবাইট এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের ডেপুটি ম্যানেজার এলান সু, গিগাবাইট এর কান্ট্রি ম্যানেজার খাজা মো: আনাস খান এবং স্মার্ট টেকনোলজিস এর গিগাবাইট প্রোডাক্ট ম্যানেজার তানজিম চৌধুরী। বাজারে নতুন আসা জেড৭৯০ অরোস এলিট এক্স মাদারবোর্ডটি ইন্টেল এর ত্রয়োদশ ও চতুর্দশ প্রজন্মের প্রসেসর সমর্থন করে। তাছাড়াও এতে রয়েছে ডিজিটাল টুইন ১৬+১+২ ফেজেস ভিআরএম সল্যুশন, ডুয়াল চ্যানেল ডিডিআর ফাইভ এর ৪টি চ্যানেল, পিসিআইই ইউডি স্লট এক্স, ইজেড ল্যাচ ক্লিক এম.২ হিটসিংক, ইজেড ল্যাচ প্লাস এম.২ স্লট, ইউসি বায়োস, আলট্রা বায়োস, আলট্রা ফাস্ট স্টোরেজ এবং ইফিশেন্ট ওভারঅল থারমাল সহ আধুনিক সব প্রযুক্তি।

অনুষ্ঠানে মাদারবোর্ডটি ছাড়াও গিগাবাইট ব্রান্ডের এরো ১৬ ওএলইডি বিকেএফ এবং এরো ১৫ ৯এমএফ মডেলের ল্যাপটপ বাজারে ছাড়ার আনুষ্ঠানিক ঘোষনা দেয়া হয়।

spot_img
আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বাাধিক পঠিত

spot_img