Friday, October 3, 2025
spot_img
Homeটেক শিক্ষকঅনুষ্ঠিত হলো সাংবাদিকতায় এআই বিষয়ক কর্মশালা

অনুষ্ঠিত হলো সাংবাদিকতায় এআই বিষয়ক কর্মশালা

রাজধানীর গুলশানে সাংবাদিকদের জন্য অনুষ্ঠিত হলো সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার বিষয়ক বিশেষ কর্মশালা। বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) এবং বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (বিন) ট্রাস্টের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালার শিরোনাম ছিল ‘এআই ইন জার্নালিজম’।

শনিবার সকালে বিন কার্যালয়ে আয়োজিত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ঢাকা পোস্টের হেড অব নিউ মিডিয়া ইনিশিয়েটিভ আরিফুল ইসলাম আরমান। এতে বিআইজেএফের সদস্যরা অংশ নেন।

বিআইজেএফ সভাপতি হিটলার এ. হালিম কর্মশালায় বলেন, “সাংবাদিকদের জন্য এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। আমরা এমন আয়োজন থেকে অনেক কিছু শিখতে পারি এবং উপভোগ করতে পারি। বিনকে এজন্য আন্তরিক ধন্যবাদ জানাই। সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণে বিআইজেএফ নিয়মিত আয়োজন ও অংশগ্রহণ করবে।”

বাংলাদেশ আইসিটি ও ইনোভেশন নেটওয়ার্ক (বিন) ট্রাস্টের চেয়ারম্যান, আয়আল কর্প লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বেসিসের সাবেক সভাপতি ও এফবিসিসিআই-এর উপদেষ্টা সৈয়দ আলমাস কবীর বলেন,
“বর্তমান সময় তথ্যপ্রযুক্তির সময়। কেবল একাডেমিক সনদ অর্জন করলেই একজন দক্ষ হয়ে ওঠা যায় না। প্রযুক্তিভিত্তিক দক্ষতাই এখন মূল চাবিকাঠি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমাদের প্রযুক্তিকে কাজে লাগাতে হবে।”

তিনি আরও জানান, শিগগিরই আয়োজন করা হবে ‘বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৫’। এতে দেশব্যাপী সেরা উদ্ভাবনগুলো অংশ নেবে।
তার ভাষায়, “এই অ্যাওয়ার্ডসের মাধ্যমে দেশীয় উদ্ভাবন, প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান ও সৃজনশীল উদ্যোগগুলোকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপন করা হবে। বিজয়ীরা শুধু জাতীয় সম্মানই পাবেন না, বরং আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্যও মনোনীত হবেন। এর মাধ্যমে তারা বাংলাদেশকে বৈশ্বিক প্ল্যাটফর্মে প্রতিনিধিত্ব করবেন।”

প্রসঙ্গত, সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দিন দিন বাড়ছে। সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, কনটেন্ট তৈরি ও তথ্যপ্রবাহের গতি বাড়াতে এআই প্রযুক্তি বিশ্বব্যাপী সংবাদমাধ্যমগুলোকে নতুন মাত্রা দিচ্ছে। বাংলাদেশেও সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

spot_img
আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বাাধিক পঠিত

spot_img