Monday, November 25, 2024
spot_img
Homeইভেন্টঅংশ নেন শাওমি ইমেজারি অ্যাওয়ার্ড ২০২৪

অংশ নেন শাওমি ইমেজারি অ্যাওয়ার্ড ২০২৪

প্রতিবছরের মতো এবারও শুরু হয়েছে শাওমি ইমেজারি অ্যাওয়ার্ডস প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নিজেদের শাওমি এবং রেডমি ডিভাইস দিয়ে তোলা ছবি জমা দিয়ে ১০ হাজার ডলার পর্যন্ত জেতার সুযোগ পাচ্ছেন। গত ৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই প্রতিযোগীতা চলবে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত।

লেইকা সমর্থিত এই শাওমি ইমেজারি অ্যাওয়ার্ড প্রথম চালু হয় ২০১৯ সালে। এটি শাওমি ও রেডমি ব্যবহারকারীদের ফটোগ্রাফির দক্ষতা ও সৃজনশীলতা উদযাপন করার জন্য একটি বার্ষিক আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতা। এর লক্ষ্য হলো শাওমি মোবাইল ক্যামেরার অসাধারণ ফটোগ্রাফি ক্ষমতা তুলে ধরা।

এ বছর মূলত ৪ টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হচ্ছে । শক্তিশালী একক ছবির জন্য স্ন্যাপশট ক্যাটাগরিতে রয়েছে  ১০ হাজার ডলারের আকর্ষণীয় পুরস্কার। সমন্বিত গল্পের সাথে সম্পর্কিত ২-৯ টি ছবির জন্য ছবি প্রবন্ধ ক্যাটাগরিতেও ১০ হাজার ডলারের পুরস্কার রয়েছে। শুধু রাত্রিকালীন ক্যাটাগরিতে শাওমির লো লাইট টেকে তোলা ছবি আহ্বান করা হয়েছে। পুল পদ্ধতিতে যা প্রতি ছবি জমাদানে  ১ ডলার থেকে শুরু হয়ে বর্তমানে ৪ হাজার ৬৮৬ ডলারে উন্নীত হয়েছে। বিচারকদের পছন্দের ক্যাটাগরিতে ৪ জন বিজয়ীকে জনপ্রতি ১ হাজার ডলারের বিশেষ সম্মাননা প্রদান করা হবে। স্ন্যাপশট ক্যাটাগরি ও ছবি প্রবন্ধ ক্যাটাগরিতেও সম্মানজনক স্বীকৃতি ঘোষণা করা হবে।

লেইকার বিশিষ্ট বিচারক প্যানেল থেকে সৃজনশীলতা, কৌশল ও আবেগের প্রয়োগের বিবেচনায় মূল্যায়ন করবেন প্রামাণ্য চিত্রগ্রাহক হলি মেরি- কাটো, লেইকার ইমেজ  বিভাগের প্রধান কারিন রেন কাফম্যান, স্ট্রিট ফটোগ্রাফার ববি আনবার্ড ও বার্সেলোনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোর্দি হার্নান্দেজ- প্রাট।

অংশগ্রহণকারীরা শাওমি কমিউনিটি অ্যাপ বা শাওমি ইমেজারি অ্যাওয়ার্ড ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের তোলা ছবি জমা দিতে পারবেন। জমা দেওয়া প্রতিটি ছবি অবশ্যই শাওমি বা রেডমি ডিভাইস দিয়ে তুলতে হবে। শাওমি ইমেজারি অ্যাওয়ার্ড ভিজ্যুয়াল গল্পকারদের একটি বিশ্বব্যাপী কমিউনিটি তৈরি হয়েছে। এটি চালু হওয়ার পর থেকে মোবাইল ফটোগ্রাফির উদ্ভাবন এবং অন্তর্ভুক্তির প্রতি শাওমির প্রতিশ্রুতি প্রতিফলিত হয়েছে।

spot_img
আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বাাধিক পঠিত

spot_img