Wednesday, October 30, 2024
spot_img
Homeইভেন্টস্মার্ট - এমটিবিএল ক্যাশ ম্যানেজমেন্ট চুক্তি

স্মার্ট – এমটিবিএল ক্যাশ ম্যানেজমেন্ট চুক্তি

তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ এর সাথে ক্যাশ ম্যানেজমেন্ট চুক্তি করেছে বেসরকারী আর্থিক প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবিএল)। ১০ জানুয়ারি ২০২৩ তারিখে গুলশানে ব্যাংকটির প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ এর পক্ষে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম এবং এমটিবিএল এর পক্ষে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও সৈয়দ মাহবুবুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, স্মার্ট টেকনোলজিস এর ক্যাশ ম্যানেজমেন্টে এমটিবিএল এর ‘এমটিবি ই ব্যাংক ক্যাশ ম্যানেজমেন্ট সার্ভিসেস’ ব্যবহৃত হবে। ফলে, স্মার্ট এর ক্যাশ লেনদেনগুলো আগের অনেক বেশি অটোমেটেড হবে।

চুক্তি সম্পর্কে মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এমটিবিএল এর মাধ্যমে লেনদেন করে আসছি। এখন পর্যন্ত ব্যাংকটির সেবায় আমরা খুবই সন্তুষ্ট। আমরা আশা করবো, ‘এমটিবি ই ব্যাংক’ সেবা আমাদের অর্থনৈতিক কার্যক্রমকে আরো বেশি দ্রুততর করতে সক্ষম হবে। পাশাপাশি এখন থেকে আমাদের কাস্টমার এবং চ্যানেল পার্টনারগনের সাথে আমাদের আর্থিক লেনদেন আগের অনেক বেগবান হবে। ফলে উভয় পক্ষের অনেক মূল্যবান সময় সাশ্রয় হবে।”

অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিস এর পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন চীফ ফাইনান্সিয়াল অফিসার মো. ফরহাদ হোসেন এবং অর্থ বিভাগের জেনারেল ম্যানেজার মো. জাকির হোসেন। এদিকে, এমটিবিএল এর পক্ষে প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিবিও মো. খালিদ মাহমুদ খান, ডিভিশনাল হেড অব ডব্লিউবিডি১ মোহাম্মদ মামুন ফারুক, হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট এন্ড ট্রানজেকশন ব্যাংকিং আশিক ইকবাল খান সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

spot_img
আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বাাধিক পঠিত

spot_img