Wednesday, October 30, 2024
spot_img
Homeইভেন্টবাক্কো আয়োজিত ‘ফ্রিল্যান্সার থেকে উদ্যোক্তা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত

বাক্কো আয়োজিত ‘ফ্রিল্যান্সার থেকে উদ্যোক্তা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত

দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেধাবী ফ্রিল্যান্সারদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে সম্ভাবনাময় উদ্যোক্তায় পরিণত করার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ‘বিজনেস প্রোমোশন কাউন্সিল (বিপিসি)’-এর সহযোগিতায় ছয়টি ব্যাচে মোট ৯০ জন ফ্রিল্যান্সারকে প্রশিক্ষণদানের উদ্যোগ নিয়েছে বাংলাদেশের বিপিও/আউটসোর্সিং শিল্পের জন্য নিবেদিত কেন্দ্রীয় ও একক বাণিজ্য সংস্থা ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)’। এ কর্মসূচীর উদ্বোধনী পর্ব হিসেবে আজ ১১ মার্চ, ২০২৩ তারিখে রাজধানীর বনানীস্থ এক কনফারেন্স হলে “ফ্রিল্যান্সার থেকে উদ্যোক্তা”- শীর্ষক এক ‘ওরিয়েন্টেশন’ অনুষ্ঠানের আয়োজন করে বাক্কো।

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাক্কোর সভাপতি ওয়াহিদ শরীফ। তিনি তাঁর বক্তব্যে ফ্রিল্যান্সারদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের মত ফ্রিল্যান্সারদের প্রশিক্ষণের জন্যই আমাদের এই কর্মসূচী। আর প্রশিক্ষণ শেষে কার্যক্ষেত্রে নামলেও বাক্কোর সহযোগিতা পাবেন সব ধাপেই-এর নিশ্চয়তা দিচ্ছি।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘বিজনেস প্রমোশন কাউন্সিল’-এর সহকারী নির্বাহী কর্মকর্তা মোঃ ফয়সাল খান। তিনি তাঁর বক্তব্যে বলেন- “শুধু শিক্ষার জন্যই নয়, ফ্রিল্যান্সারদের নিজেদের মধ্যে পরিচয়, সংযোগ তৈরি করতেও এধরণের প্রশিক্ষণ, প্ল্যাটফর্মের কোন বিকল্প নেই।”

বিশেষ অতিথি হিসেবে বাক্কো কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন সহ-সভাপতি তানভীর ইব্রাহীম ও সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন ‘ভাইজার এক্স লিমিটেড’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও ‘বাক্কো অনলাইন প্রফেশনালস’ ফোরাম’-এর চেয়ারম্যান ফয়সাল মুস্তফা এবং ‘ডি টেমপেট লিমিটেড’-এর প্রতিষ্ঠাতা মোহ্‌সিনা মুন্না এফসিসিএ।

উপস্থিত ফ্রিল্যান্সারদের বাক্কো এবং আলোচ্য প্রশিক্ষণ কর্মসূচীর খুঁটিনাটি সম্পর্কে অবহিত করেন বাক্কো সচিবালয়ের নির্বাহী সমন্বয়ক মোঃ সেলিম সরকার। বাক্কো পরিচালক মুসনাদ ই আহমেদ সমাপনী বক্তব্য রাখেন এবং বর্ণাঢ্য ফটোসেশান পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানটির ইতি টানা হয়।

উল্লেখ্য, গতবছরের প্রশিক্ষণের সাফল্যে অনুপ্রাণিত হয়ে এইবছরও দ্বিতীয়বারের মত “ফ্রিল্যান্সার থেকে উদ্যোক্তা”- প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করল বাক্কো। আগামী ১৩ মার্চ, ২০২৩-তারিখ থেকে শুরু হয়ে ছয়টি ব্যাচে এ প্রশিক্ষণ কর্মকান্ড চলবে।

spot_img
আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বাাধিক পঠিত

spot_img