Wednesday, September 11, 2024
spot_img
Homeবিশেষ প্রতিবেদনপদত্যাগ করলেন বিটিআরসি চেয়ারম্যান

পদত্যাগ করলেন বিটিআরসি চেয়ারম্যান

অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামের নির্দেশে গঠিত তদন্ত কমিটির প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানানো হয় , ‘গত ১৫-১৬ জুলাই সময়কালে মোবাইল ইন্টারনেট ও ১৮-২৩ জুলাই পর্যন্ত এবং ৫ আগস্ট ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ ও চালু করার বিষয়টি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রশাসনিক অনুমোদন ছাড়াই সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের মৌখিক নির্দেশক্রমে বিটিআরসি চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের নির্দেশনায় সম্পন্ন করা হয়।’

আর এ কারনেই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ। যদিও তিনি অসুস্থতার কারণ উল্লেখ করে এ পদে দায়িত্ব পালনে অপারগতার কথা জানিয়েছেন।

বুধবার (১৪ আগস্ট) বিকেলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বরাবর দেওয়া পদত্যাগপত্রে তিনি এ কথা জানান।

পদত্যাগপত্রে মহিউদ্দিন আহমেদ লিখেছেন, আমি ২০২৩ সালের ১৪ ডিসেম্বর থেকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) চেয়ারম্যান পদে কর্মরত আছি। বর্তমানে আমি অসুস্থ এবং এ পদে দায়িত্ব পালনে অপারগ। তাই স্বেচ্ছায় বিটিআরসির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলাম। আমার পদত্যাগপত্র গ্রহণ করতে বিনীত অনুরোধ রইলো।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত ১৮ জুলাই প্রথম দফায় তৎকালীন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদের নির্দেশনায় সারাদেশে ইন্টারনেট শাটডাউন করা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে।

spot_img
আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বাাধিক পঠিত

spot_img