Tuesday, October 22, 2024
spot_img
Homeবিশেষ প্রতিবেদনক্যানসার আক্রান্ত হেনরির চিকিৎসায় সাহায্যের আবেদন

ক্যানসার আক্রান্ত হেনরির চিকিৎসায় সাহায্যের আবেদন

দেশের অ্যামেচার রেডিও অপারেটর ও তথ্যপ্রযুক্তি পেশাজীবী হেনরি সরকার ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তার চিকিৎসার জন্য বিপুল পরিমান অর্থের প্রয়োজন। চিকিৎসার এই ব্যয়ভার তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব না। তাই সমাজের বিত্তবানদের কাছে পরিবারের পক্ষ থেকে সাহায্যের আবেদন জানানো হয়েছে। 

হেনরি সরকার দুই বছর ধরে ব্ল্যাড ক্যানসারে আক্রান্ত। চিকিৎসার জন্য তার বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হবে। যা ব্যয়বহুল খরচসাপেক্ষ। তাই সকলের কাছে সহায়তা চেয়েছেন পরিবারের সদস্যরা। 

বর্তমানে ল্যাব এইড ক্যানসার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারে তার চিকিৎসা চলছে। 

৪১ বছর বয়সী হেনরি ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বৃদ্ধ মা, স্ত্রী এবং ২ ছেলেকে নিয়ে তার সংসার।

ইতিমধ্যে বাংলাদেশের অ্যামেচার রেডিও অপারেটরা হেনরির চিকিৎসার জন্য তহবিল সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন। হেনরি সরকারের পরিবারের পক্ষ থেকে সমাজের হৃদয়বানদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। 

তার চিকিৎসা ব্যয় মেটানোর জন্য এই নগদ ও বিকাশ নম্বরে 01711273666 (পার্সোনাল) অর্থ সহায়তা পাঠানোর আবেদন জানানো হয়েছে। এছাড়াও নিচের ক্লিক করে তাকে অর্থ সহায়তা দেওয়া যাবে। 

https://docs.google.com/forms/d/1ALyWHLUP8CJX2kZ4jFSOryrX8YAXJYl5e8z2GPOZmdw/viewform?edit_requested=true

spot_img
আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বাাধিক পঠিত

spot_img