Thursday, September 19, 2024
spot_img
Homeগ্যাজেটসনতুন পন্যআসছে রিয়েলমি’র গেম-চেঞ্জার ডিভাইস

আসছে রিয়েলমি’র গেম-চেঞ্জার ডিভাইস

রিয়েলমি এর চ্যাম্পিয়ন সি-সিরিজ থেকে দেশের বাজারে নিয়ে আসছে নতুন ডিভাইস। নতুন এই ফোন এন্ট্রি-লেভেল সেগমেন্টে নতুন স্ট্যান্ডার্ড সেট করবে কারণ এই ডিভাইসে থাকছে দ্রুত চার্জিং, বিশাল স্টোরেজ এবং খুবই স্লিম বডি ও ডিজাইনের সমন্বয়ে তিনটি সেগমেন্ট সেরা ফিচার।

দুর্দান্ত ব্যাটারি পারফরম্যান্সের জন্য এই ফোনে থাকতে পারে ৩৩ ওয়াট সুপারভুক চার্জ সহ একটি বিশাল ব্যাটারি। এছাড়া, ডিভাইসে যেন অনায়াসে সব গুরুত্বপূর্ণ ডেটা সংরক্ষণ এবং নিরবচ্ছিন্ন স্মার্টফোন অভিজ্ঞতা উপভোগ করা যায় এজন্য থাকবে বিশাল স্টোরেজ সুবিধা। এই ফোনে চমৎকার ডিজাইনের পাশাপাশি থাকছে খুবই স্লিম বডি।

স্মার্টফোনের ক্যামেরায় বিভিন্ন আপগ্রেড নিয়ে আসা হয়েছে, ফলে খুব সহজেই তোলা যাবে মনোমুগ্ধকর সব ছবি। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ফিলিপাইন সহ অন্যান্য দেশে এই ফোন উদ্বোধনের পরপরই গ্রাহকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ব্যবহারকারীদের এমন উদ্দীপনা দেশের বাজারে সবার মধ্যে আগ্রহ বাড়িয়ে তুলেছে।

spot_img
আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বাাধিক পঠিত

spot_img